ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

রিহ্যাবের নির্বাচন: ভোট পড়েছে ৩৬৮

রিহ্যাবের নির্বাচন: ভোট পড়েছে ৩৬৮

খামার বাড়িতে কৃষিবিদ ইন্সটিটিউশন বাংলাদেশে রিহ্যাব পরিচালনা পর্ষদের ভোটগ্রহণ

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৪ | ১৫:৪০ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৪ | ১৬:৫৯

আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশনের (রিহ্যাব) পরিচালনা পর্ষদের নির্বাচন চলছে। রাজধানীর খামার বাড়িতে কৃষিবিদ ইন্সটিটিউশন বাংলাদেশে (কেআইবি) মঙ্গলবার সকাল ১০টায় শুরু হয়েছে ভোট গ্রহণ। বিকেল ৩টা পর্যন্ত ৩৬৮ জন ভোট দিয়েছেন। সংগঠনটির ২০২৪-২৬ মেয়াদি দ্বি-বার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। এরপর ফলাফল ঘোষণা করা হবে। দীর্ঘ প্রায় এক যুগ পর অনুষ্ঠিত হচ্ছে এ নির্বাচন।

তবে নির্বাচনের আগের দিনও ভোট সু্ষ্ঠু হবে কিনা তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল বেশিরভাগ প্রার্থীর মধ্যে। পরিচালক পদের কয়েকজন প্রার্থী সমকালকে জানিয়েছিলেন, সোমবার পর্যন্ত ভোটারদের পরিচয়পত্র দেওয়া হয়নি। নির্বাচন বোর্ড তাদের জানিয়েছে, আজ ভোটের আগে পরিচয়পত্র দেওয়া হবে। কিন্তু ৪৭৬ জন ভোটারের পরিচয়পত্র দেওয়া ও একই সঙ্গে ভোট হলে তাতে বিশৃঙ্খলা তৈরি হবে বলে মনে করেন পরিচালক পদের প্রার্থীরা। সেজন্য দুটি প্যানেলের পক্ষ থেকে ভোটারদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেখে আইডি কার্ড দিতে নির্বাচন বোর্ডকে অনুরোধ করে দুই দিন আগে চিঠি দেওয়া হয়েছে। তাতে সাড়া দেয়নি বোর্ড। নির্বাচন কতটা বাধাহীন হবে তা নিয়েও শঙ্কায় ছিলেন অনেক প্রাথী। 

নির্বাচন বোর্ডের দাবি ছিল, যেকোনো মূল্যে নির্বাচন নিরপেক্ষ হবে। এটি প্রশাসকের নৈতিক দায়িত্ব। কারো প্রভাব বিস্তার করার কোনো সুযোগ থাকবে না। আজ সরেজমিন দেখা  গেছে, ভোটারদের পরিচয়পত্র সরবরাহ করা হচ্ছে। ভোটাররা আসছেন এনং ভোট দিচ্ছেন। 

এ বিষয়ে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ও বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সুব্রত কুমার দে বলেন, কারও কোনো আশঙ্কা থাকার কথা নয়। সব বিষয়ে প্রার্থীদের সঙ্গে আলোচনা হয়েছে। ভোটে কারচুপির সুযোগ নেই। কার ভোটার নম্বর কত তা ভোটারদের এসএমএস দিয়ে জানানো হয়েছে। যাচাই বাছাই করে ভোটারদের কার্ড দেওয়া হচ্ছে। সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠানে সব আয়োজন সম্পন্ন করা হয়েছে।

রিহ্যাব সূত্রে জানা যায়, সংগঠনটির আগামী পরিচালনা পর্ষদ নির্বাচনে ২৯ জন পরিচালককে নির্বাচিত করতে ৪৭৬ জন ভোটার ভোট দেবেন। নির্বাচনে চারটি প্যানেলে পরিচালক পদে লড়ছেন ৯৩ জন প্রার্থী। প্যানেলগুলোর মধ্যে আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদ প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন রিহ্যাবের সাবেক সাধারণ সম্পাদক ও জাপান গার্ডেন সিটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ওয়াহিদুজ্জামান। এছাড়া অন্য তিনটি প্যানেলের মধ্যে সেঞ্চুরি রিয়েলটির চেয়ারম্যান এম জি আর নাসির মজুমদারের নেতৃত্বে রয়েছে ডেভেলপারস ফোরাম, রিহ্যাবের সাবেক সহসভাপতি নজরুল ইসলামের নেতৃত্বে নবজাগরণ প্যানেল এবং সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি ও হামিদ রিয়েল এস্টেট কনস্ট্রাকশনের এমডি ইন্তেখাবুল হামিদের নেতৃত্ব অংশ নিচ্ছে জয় ধারা প্যানেল। এর মধ্যে আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদ ও জয় ধারা প্যানেল সব পদে প্রতিদ্বন্দ্বিতা করছে। তবে ডেভেলপারস ফোরাম ও নবজাগরণ প্যানেল ১০ ও ১৯ জন করে প্রার্থী দিয়েছে; চট্টগ্রামে তাদের কোনো প্রার্থী নেই।

রিহ্যাবের পরিচালনা পর্ষদ নির্বাচনে ২৯ পরিচালক পদের মধ্যে ঢাকায় ২৬টির বিপরীতে প্রার্থী হয়েছেন ৮৬ জন। আর চট্টগ্রামে ৩টি পদের বিপরীতে ভোটে লড়ছেন ৭ জন।

আরও পড়ুন

×