সোনালী ব্যাংকের বান্দরবানের ৩ শাখা বৃহস্পতিবারও বন্ধ

লোগো
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৪ | ২৩:২২
ঝুঁকি বিবেচনায় আগামীকাল বৃহস্পতিবারও বান্দরবানে সোনালী ব্যাংকের তিনটি শাখাবন্ধ থাকবে। এ জেলায় ব্যাংকটির সাতটি শাখার মধ্যে রুমা, থানচি ও রোয়াংছড়ি শাখা বন্ধ রাখা হবে। ওই তিন শাখার গ্রাহকরা অনলাইনে অথবা আশপাশের ব্যাংকটির অন্য কোনো শাখা থেকে লেনদেন করতে পারবেন। তবে অন্য সব ব্যাংকের শাখা খোলা থাকবে।
এর আগে ব্যাংকটির রুমা ও থানচি শাখায় অস্ত্রধারীদের হামলার পর আজ সোনালী ব্যাংকের বান্দারবান সদর ছাড়া বাকি ৬টি শাখা বন্ধ ছিল।
আজ বুধবার রাতে সোনালী ব্যাংকের বান্দরবান অঞ্চলের প্রধান ওসমান গনি সমকালকে এ তথ্য জানান। তিনি বলেন, মঙ্গলবার রাতে রুমা শাখায় অস্ত্রধারীদের হামলার পর থানচি শাখায় আজ হামলা হয়েছে। যে কারণে আগামীকাল বৃহস্পতিবার তিনটি শাখা বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।
ওসমান গনি বলেন, রুমা শাখার ভল্ট চেক করে সব টাকা অক্ষত অবস্থায় পাওয়া গেছে। কোনো টাকা খোয়া যায়নি। আর থানচি শাখার ১৫ লাখ টাকা খোয়া গেছে।
বুধবার সোনালী ব্যাংক ছাড়াও বাংলাদেশ কৃষি ব্যাংকের থানচি শাখায় অস্ত্রধারীরা ঢুকে হামলা চালায়। আজ রাতে কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শওকত আলী খান সমকালকে বলেন, দুপুরের দিকে ১০–১৫ জনের একটা সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ থানচি শাখায় ঢুকে পড়ে। অস্ত্রের মুখে শাখাটির গ্রাহক ও কর্মকর্তাদের জিম্মি করে। তিন গ্রাহকের মোবাইল ফোন নিয়ে গেছে দৃর্বত্তরা। ক্যাশ কাউন্টারে থাকা ২ লাখ ৪২ হাজার টাকা নিয়ে পালিয়ে গেছে তারা। তবে ভল্ট ভাঙ্গার চেষ্টা করেও তা পারেনি বলে জানান তিনি।
তিনি আরও জানান, বৃহস্পতিবার কৃষি ব্যাংকের সব শাখা খোলা থাকবে। ঝুঁকিপূর্ণ শাখায় নিরাপত্তা বাড়িয়ে লেনদেন চলবে।
এর আগে মঙ্গলবার রাতে সোনালী ব্যাংকের বান্দরবানের রুমা শাখা সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী হামলা চালায়। শাখা ম্যানেজারকে অস্ত্রের মুখে মসজিদ থেকে তুলে আনা হয়। তবে ভল্টে খোলার জন্য একাধিক চাবি মেলানোর বিষয় থাকায় শেষ পর্যন্ত সন্ত্রাসীরা তা খুলতে পারেনি। ফলে এই শাখার ভল্টে রক্ষিত ১ কোটি ৫৯ লাখ ৪৬ হাজার টাকা অক্ষত আছে। এরপর আজ বুধবার সোনালী ও কৃষি ব্যাংকের থানচি শাখায় সশস্ত্র হামলা হয়।
এ বিষয়ে আজ দুপুরে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আফজাল করিম সমকালকে বলেন, আর্মসসহ ভারি অস্ত্র নিয়ে সন্ত্রাসীরা শাখায় ঢুকেছিল। যে কারণে প্রতিরোধ করা যায়নি। ঘটনার পর সেখানে পুলিশ, সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হয়েছিলেন।
সার্বিক বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক সমকালকে বলেন, এ ধরনের সন্ত্রাসী ঘটনা আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী দেখছে। তাদের সঙ্গে কেন্দ্রীয় ব্যাংক সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। আর এরকম পরিস্থিতিতে নিরাপত্তা বিবেচনায় কোনো ব্যাংক স্থানীয় শাখা বন্ধ রাখলে সেটা ওই ব্যাংকের নিজস্ব বিষয়।
- বিষয় :
- সোনালী ব্যাংক
- সোনালী ব্যাংকে ডাকাতি