ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ডাল-সার-এলএনজি কেনার প্রস্তাব অনুমোদন

ব্যয় ১ হাজার ৯২৩ কোটি টাকা

ডাল-সার-এলএনজি কেনার প্রস্তাব অনুমোদন

ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৪ | ২২:২১

মসুর ডাল, সার এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার আট ক্রয় প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ১ হাজার ৯২৩ কোটি ৩৯ লাখ টাকা। অর্থমন্ত্রী দেশের বাইরে থাকায় আইনমন্ত্রী আনিসুল হকের সভাপতিত্বে বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মাহমুদুল হোসাইন খান সাংবাদিকদের এসব তথ্য জানান। 

তিনি জানান, টিসিবির মাধ্যমে সাশ্রয়ী মূল্যে বিক্রির জন্য স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ৬ হাজার টন মসুর ডাল কেনার একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। ৬১ কোটি ৭৪ লাখ টাকায় এ ডাল সরবরাহ করবে নাবিল নাবা ফুডস প্রোডাক্টস। এ ক্ষেত্রে প্রতি কেজি মসুর ডালের দাম পড়ছে ১০২ টাকা ৯০ পয়সা। 

বৈঠকে সিঙ্গাপুরের দুটি প্রতিষ্ঠান থেকে দুই কার্গো এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে ৪৬৯ কোটি ৭৮ লাখ টাকায় সিঙ্গাপুরের গানভর প্রাইভেট থেকে এক কার্গো এলএনজি কেনা হবে। এ ক্ষেত্রে প্রতি ইউনিটের দাম ধরা হয়েছে ১০ ডলার ৮৬ সেন্ট। এর আগের লটে প্রতি ইউনিটের দাম ছিল ৯ ডলার ৪৯ সেন্ট। এ ছাড়া দেশটির ভিটল এশিয়া প্রাইভেট থেকে এক কার্গো এলএনজি আমদানি করা হবে। প্রতি ইউনিট ১০ ডলার ৭৩ সেন্ট দরে এতে ব্যয় হবে ৪৬৪ কোটি ১৫ লাখ টাকা। এর আগের লটে প্রতি ইউনিটের দাম ছিল ৯ ডলার ৬৮ সেন্ট। 

বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের ৫টি পৃথক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় রাশিয়া, চীন, সৌদি আরব ও মরক্কো থেকে ৯২৭ কোটি ৭১ লাখ টাকার সার আমদানির অনুমোদন দেওয়া হয়। 

আরও পড়ুন

×