ইবিএলের ২৫% লভ্যাংশ অনুমোদন

সোমবার ডিজিটাল প্লাটফর্মে ব্যাংকের ৩২তম এজিএম অনুষ্ঠিত হয়।
শিল্প ও বাণিজ্য ডেস্ক
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৪ | ২০:৩৩
গত ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত হিসাব বছরের জন্য বেসরকারি খাতের ইস্টার্ণ ব্যাংক (ইবিএল) ২৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেছে। এর মধ্যে সাড়ে ১২ শতাংশ নগদ এবং সাড়ে শতাংশ শতাংশ স্টক লভ্যাংশ। আজ সোমবার ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত ব্যাংকের ৩২তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারা এ লভ্যাংশ অনুমোদন করেন। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ইবিএল পরিচালনা চেয়ারম্যান মো. শওকত আলী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এজিএমে পরিচালক এম. গাজীউল হক, মীর নাসির হোসেন, সেলিনা আলী, আনিস আহমেদ, মুফাকখারুল ইসলাম খসরু, গাজী মোঃ সাখাওয়াত হোসেন, কে. জে. এস. বানু, জারা নামরীন, ড. তৌফিক আহমদ চৌধুরী, রুসলান নাসির, ব্যারিস্টার কে. এম. তানজিব-উল আলম এবং খন্দকার আতিক-ই-রাব্বানী অংশ নেন।
এছাড়া ইবিএল ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার, কোম্পানি সচিব মো. আবদুল্লাহ আল মামুন সিনিয়র কর্মকর্তারা বিপুল সংখ্যক শেয়ারধারী ডিজিটাল মাধ্যমে যোগ দেন। শেয়ারধারীরা ৩২তম এজিএমের সব এজেন্ডা অনুমোদন করেন। অংশগ্রহণকারী শেয়ারধারীরা বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ অন্যন্য চ্যালেঞ্জ স্বত্বেও ব্যাংকের আর্থিক সাফল্যের প্রশংসা করেন এবং পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনাকে ধন্যবাদ জানান। ২০২৩ সালের জন্য ঘোষিত লভ্যাংশ নিয়েও তারা সন্তোষ প্রকাশ করেন।
- বিষয় :
- ব্যাংক
- মার্কেন্টাইল ব্যাংক