ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

৩৩ বছর পর বিজিএপিএমইএ’র নির্বাচন হচ্ছে শনিবার

৩৩ বছর পর বিজিএপিএমইএ’র নির্বাচন হচ্ছে শনিবার

ফাইল ফটো

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১০ মে ২০২৪ | ২২:৫৯

প্রতিষ্ঠার ৩৩ বছর পর পরিচালনা পর্ষদ গঠন করতে অবশেষে সরাসরি ভোট হচ্ছে তৈরি পোশাক শিল্পের প্রয়োজনীয় সরঞ্জাম ও মোড়ক পণ্য সরবরাহকারী শিল্প মালিকদের সংগঠন বিজিএপিএমইএতে। শনিবার ঢাকার পূর্বাচলের ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ২০২৪-২৬ মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচনে ভোট গ্রহণ  হবে। ঢাকা ও চট্টগ্রামে একযোগে সকাল ১০টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। 

জানা গেছে, বিজিএপিএমইএ বাণিজ্য মন্ত্রণালয় থেকে নিবন্ধন পাওয়ার পর এবারই প্রথম সরাসরি ভোটের আয়োজন করতে পেরেছে সংগঠনটি। এর আগে সমঝোতার ভিত্তিতে কমিটি গঠন করা হতো। এ সমঝোতায় একে একে সাতজন সভাপতি দায়িত্ব পালন করেছেন। ফলে কখনই সদস্যরা ভোট দেওয়ার সুযোগ পাননি। তাতে এ খাতের ব্যবসায়ীদের বিভিন্ন দাবি-দাওয়া থাকলেও সেগুলো আদায়ে জোর প্রচেষ্টা চালানো হয়নি বলে অভিযোগ রয়েছে। 
 
বিজিএপিএমইএর সক্রিয় সদস্য রয়েছে প্রায় ১২০০ জন। কিন্তু তাদের অনেকেই ভোটার হননি। ফলে এবার ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন ৪৬০ জন। 

নির্বাচনের মাধ্যমে ২১ সদস্যবিশিষ্ট পরিচালনা পর্ষদ গঠন করা হবে। এ ২১টি পরিচালক পদের বিপরীতে ঢাকা ও চট্টগ্রাম থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪২ জন প্রার্থী। তারা দুইটি প্যানেলে ভাগ হয়ে নির্বাচন করছেন। একটি হচ্ছে- অ্যাকটিভ মেম্বার্স ইউনিয়ন, যার নেতৃত্বে রয়েছে পলি প্ল্যান লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. নাছিরুল আলম। অন্যটি হচ্ছে ঐক্য পরিষদ যার নেতৃত্ব দিচ্ছেন আদজি ট্রিমসের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহরিয়ার। 

বিজিএপিএমইএর নির্বাচনে ঢাকা অঞ্চলের অ্যাকটিভ মেম্বার্স ইউনিয়নের প্রার্থীরা হলেন মো. নাছিরুল আলম, জামিল আহমেদ, মো. আফজালুল আলম, মো. আবদুল হান্নান মোল্লা, জিয়াউল ইসলাম, এ কে এম মোস্তফা সেলিম, রফিকুল ইসলাম চৌধুরী, এস এম মালেক, মো. পুলক পোদ্দার, মো. আবদুন নুর, মো. সুলতানুল ইসলাম, মীর রায়হান আলী, সাইফুল আলম সেলিম, মোহাম্মদ আবদুল কাইয়ুম, মো. বন্দে আলী মিয়া এবং মো. এনামুল হক। এই প্যানেলের চট্টগ্রাম অঞ্চলের প্রার্থীরা হলেন, মোহাম্মদ বেলাল, মো. শহীদুল ইসলাম চৌধুরী, মো. আবদুল ওয়াজেদ, মোহাম্মদ এনামুল হক এবং মোহাম্মদ ইকবাল পারভেজ।

শুক্রবার রাতে অ্যাকটিভ মেম্বার্স ইউনিয়নের প্যানেল লিডার নাছিরুল আলম সমকালকে বলেন, দীর্ঘদিন পর সরাসরি ভোট হচ্ছে। তাতে সদস্যরা বেশ খুশি। আশা করছি উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে এবং আমরা পূর্ণ প্যানেলে জয়ী হবো।’

এ প্যানেলের অন্যতম নেতা ব্রিটানিয়া লেবেল বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জামিল আহমেদ বলেন, প্রতিনিয়ত ভোটারদের কাছ থেকে বেশ সাড়া পাচ্ছি। ব্যবসার স্বার্থে ভোটাররা যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করবেন এটাই আমরা চাই। তবে নির্বাচনে যারা বিজয়ী হবেন, ভেদাভেদ ভুলে তাদের নিয়ে বিজিএপিএমইএ ও সদস্যদের উন্নয়নের স্বার্থে কাজ করবো।’

ঐক্য পরিষদ প্যানেলের ঢাকা অঞ্চলের প্রার্থীরা হলেন- মো. শাহরিয়ার, মোজাহারুল হক, মনিরুজ্জামান মোল্লা, মোবারক উল্লাহ মজুমদার, কাজী ফাহাদ, মো. ফিরোজ উদ্দীন, মো. সাইফুল ইসলাম, মো. আতিকুর রহমান, শাকিল হোসেন, কাজী আশরাফুল হক, মোহাম্মদ জসিম উদ্দিন, মো. আজাদ খান, কাজী তাইফ সাদাত, জহিরউদ্দিন মো. বাবর, এ টি এম কামরুজ্জামান ও তাপস কর্মকার। এ প্যানেলের চট্টগ্রাম অঞ্চলের প্রার্থীরা হলেন—খন্দকার লতিফুর রহমান, মোহাম্মদ শহীদুল্লাহ চৌধুরী, বেলাল উদ্দিন, মোহাম্মদ হোসাইন আল ওসমান, মোহাম্মদ ফজলুল করিম।

ঐক্য পরিষদ প্যানেল লিডার মো. শাহরিয়ার বলেন, ‘নির্বাচনের পরিবেশ বেশ ভালো ও সুষ্ঠু। সদস্যদের থেকে ভালো সাড়া পাচ্ছি। তবে তারা চান কোনো দ্বন্দ্ব ছাড়াই উৎসবমুখর পরিবেশে নির্বিঘ্নে ভোট দিতে। আশা করি সুন্দর ও সুষ্ঠুভাবে ভোট হবে।’

আরও পড়ুন

×