ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

সোনার দামে রেকর্ড

সোনার দামে রেকর্ড

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৪ | ২০:০৮ | আপডেট: ১৪ জুলাই ২০২৪ | ২১:১১

এক সপ্তাহের মাথায় ফের বাড়ল সোনার দাম। ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম বেড়েছে ১১৯০ টাকা। তাতে এ মানের প্রতি ভরির দর দাঁড়াল এক লাখ ২০ হাজার ৮১ টাকা; যা এ যাবৎকালে সর্বোচ্চ।

আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল সোমবার থেকে নতুন দর কার্যকর হবে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেট প্রতি ভরির দাম হবে এক লাখ ২০ হাজার ৮১ টাকা। এতদিন এ দাম ছিল এক লাখ ১৮ হাজার ৮৯১ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরিতে বাড়ানো হয়েছে ১১৩১ টাকা। ফলে এ মানের প্রতি ভরি সোনার দাম হবে এক লাখ ১৪ হাজার ৬২২ টাকা। যা এত দিন কেনা গেছে এক লাখ ১৩ হাজার ৪৯১ টাকায়। ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম আগে ছিল ৯৭ হাজার ২৭৮ টাকা। নতুন দর নির্ধারণ করা হয়েছে। ৯৮ হাজার ২৪৬ টাকা। অর্থাৎ এ মানের সোনার ভরিতে বাড়ল ৯৬৮ টাকা। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনা এতদিন ৮০ হাজার ৪২৩ টাকা কেনা গেলেও এখন কিনতে লাগবে ৮১ হাজার ২৮৮ টাকা। 

তবে সোনার দর বাড়লেও রূপার দাম অপরিবর্তিত রয়েছে।

আরও পড়ুন

×