ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

অর্থ উপদেষ্টা

যতটুকু সম্ভব অত্যাবশ্যকীয়পণ্য আমদানি করতে হবে

যতটুকু সম্ভব অত্যাবশ্যকীয়পণ্য আমদানি করতে হবে

অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৪ | ১৬:২০ | আপডেট: ১৮ আগস্ট ২০২৪ | ১৬:৩৬

যতটুকু সম্ভব আমাদের অত্যাবশ্যকীয় পণ্য আমদানি করতে হবে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। রোববার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আমদানি নির্ভর পণ্য নিয়ে কী ভাবছেন জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, আমরা আমদানির ওপর নির্ভরশীল, সেটা আমরা জানি। আমদানির যে মূল্যস্ফীতি সে বিষয়ে আমরা সজাগ আছি। যতটুকু সম্ভব আমাদের অত্যাবশ্যকীয়পণ্য আমদানি করতে হবে। যেন বাজার, ভোক্তা ও সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ না পড়ে। আর এখন যে চাপটা রয়েছে সেটাও যেন কমে আসে সেই চেষ্টা থাকবে। 

সালেহ উদ্দিন আহমেদ বলেন,

বাণিজ্য সবচেয়ে বড় বিষয়, দেশের ও বিদেশের বাণিজ্য। খুব সম্ভব দেশের ব্যবসা বাণিজ্যের সহায়ক পরিবেশ থাকে, কোনো রকমের দুর্নীতি না হয়, মূল্যস্ফীতির সঙ্গে বাণিজ্য ও দোকানের একটি সম্পর্ক রয়েছে, এসব বিষয় যেন দূরীভূত হয়।

তিনি বলেন, সাধারণ মানুষের সমস্যাগুলোর মধ্যে শুধু খাদ্যদ্রব্য নয় বাণিজ্যের সঙ্গে জড়িত সমস্যাগুলো আমরা চেষ্টা করছি যত দ্রুত পারি সমাধান করতে। এজন্য আন্তঃমন্ত্রণালয় বৈঠকসহ বাণিজ্য মন্ত্রণালয় ও এর সঙ্গে সম্পর্কিত সব সংস্থার সঙ্গে বসব। কারণ তাদের সহযোগিতা লাগবে, আপনারা নিশ্চিত থাকেন যত দ্রুত সম্ভব আমরা পদক্ষেপ নেব।

এডিবির সঙ্গে বৈঠকে কী আলোচনা হয়েছে জানতে চাইলে তিনি আরও বলেন, আমরা চাচ্ছি, আমাদের উন্নয়ন প্রকল্পগুলো বাংলাদেশ ব্যাংক ও এডিবির যতগুলো প্রকল্প আছে সেগুলোর মধ্যে যৌক্তিক যেগুলো আছে সেগুলোর কার্যক্রম বন্ধ করিনি, তারা বলেছে- আপনারা যদি বলেন তাহলে কার্যক্রম চালিয়ে যাব। এছাড়া ভবিষ্যতে পাইপলাইনে যে প্রকল্পগুলো আছে, সেসব বিষয়ে আমরা সহায়তা করব, যদি আপনারা চান। তারা খুব পজিটিভ। এডিবি ও বিশ্ব ব্যাংক আমাদের সহায়তা করবে।

আরও পড়ুন

×