বিজিএমইএ’র নতুন সভাপতি খন্দকার রফিকুল

খন্দকার রফিকুল ইসলাম
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৪ | ২২:৫৫
তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানিকারক উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) নতুন সভাপতি মনোনীত হয়েছেন খন্দকার রফিকুল ইসলাম। এর আগে তিনি সংগঠনটির সিনিয়র সহসভাপতি ছিলেন। এ ছাড়া সহসভাপতি থেকে সিনিয়র সহসভাপতির দায়িত্ব পেয়েছেন আব্দুল্লাহ হিল রাকিব। অন্যদিকে পরিচালক থেকে সহসভাপতির দায়িত্ব পেয়েছেন আসিফ আশরাফ।
সংগঠন পরিচালনা পর্ষদের জরুরি সভায় গতকাল শনিবার এ মনোনয়ন দেওয়া হয়। রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত সভায় নিয়মিত সভাপতি এস এম মান্নান কচির পদত্যাগপত্র গ্রহণ ও অনুমোদন দেওয়া হয়। কচি ঢাকা উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সর্বশেষ অনুষ্ঠিত বিজিএমইএর পর্ষদ নির্বাচনে তাঁর নেতৃত্বাধীন সম্মিলিত প্যানেল ৩৫টি পদের সব ক’টিতে নির্বাচিত হয়। গত ৬ এপ্রিল দায়িত্ব নেন কচি। তবে ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর থেকে তিনি বিজিএমইএ ভবনে প্রবেশ করেননি।
কচির অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন খন্দকার রফিকুল ইসলাম। তিনি ডিজাইন টেক্স নিটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক। নতুন কমিটিতে প্রথম সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সিনিয়র সহসভাপতি আব্দুল্লাহ হিল রাকিব, সহসভাপতি আরশাদ জামাল (দীপু) ও সহসভাপতি (অর্থ) নাসির উদ্দিন। অন্য সহসভাপতিরা হলেন মিরান আলী, আসিফ আশরাফ ও রকিবুল আলম চৌধুরী।
- বিষয় :
- বিজিএমইএ
- ব্যবসা-বাণিজ্য