অগ্রণী ব্যাংকের চেয়ারম্যানের পদ ছাড়লেন ড. জায়েদ বখত

ড. জায়েদ বখত। ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৪ | ২০:০৬
কর্মীদের চাপের মুখে রাষ্ট্র মালিকানাধীন অগ্রণী ব্যাংকের চেয়ারম্যানের পদ ছেড়েছেন ড. জায়েদ বখত পদত্যাগ করেছেন। আজ রোববার তিনি পদ ছাড়েন।
ব্যাংকটির পর্ষদ চেয়ারম্যান হিসেবে অর্থনীতিবিদ ড. জায়েদ বখত তিন মেয়াদে দায়িত্ব পালন করেছেন। ২০২০ সালে সবশেষ ৩ বছরের জন্য নিয়োগ দেওয়া পান তিনি। ২০১৭ সালের ৪ ডিসেম্বর দ্বিতীয় মেয়াদে তিন বছরের জন্য তাকে নিয়োগ দেয় সরকার। ২০১৪ সালের ১৮ নভেম্বর প্রথমবার তিন বছরের জন্য অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান পদে তিনি নিয়োগ পান।
এর আগে ২০১২ সালের ১৯ ডিসেম্বর সোনালী ব্যাংকের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন ড. জায়েদ বখত।
ড. জায়েদ বখত ১৯৬৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স এবং ১৯৭০ সালে পাকিস্তানের ইসলামাবাদ বিশ্ববিদ্যালয় (বর্তমানে কায়েদ-এ-আযম বিশ্ববিদ্যালয়) থেকে এমএসসি সম্পন্ন করেন। তিনি ১৯৭৫ সালে যুক্তরাষ্ট্রের কর্নেল ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে এমএসসি এবং ১৯৭৮ সালে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।