সড়কপথে কাঁচা পাট রপ্তানিতে নিষেধাজ্ঞা চায় বিজেএমএ

ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৪ | ২৩:২১
পাচার রোধে সড়ক পথে কাঁচা পাট রপ্তানিতে নিষেধাজ্ঞাসহ ১৩ দফা দাবি জানিয়েছে বেসরকারি পাটকল মালিকদের সংগঠন বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশন (বিজেএমএ)। বস্ত্র ও পাট এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের সঙ্গে এক মতবিনিময় সভায় এ দাবি জানিয়েছে সংগঠনটি।
গতকাল রোববার রাজধানীর মতিঝিলে বিজেএমএ কার্যালয়ে আয়োজিত সভায় পাট খাতের বিভিন্ন সমস্যার কথাও তুলে ধরেন উদ্যোক্তারা। বিজেএমএ সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব আবদুর রউফ এবং বিজেএমএ সদস্যরা উপস্থিত ছিলেন।
উদ্যোক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ভারতে কাঁচা পাট রপ্তানি হচ্ছে সড়ক পথে। বেশির ভাগ সময় রপ্তানি বিলে উল্লিখিত পরিমাণের চেয়ে বেশি পরিমাণ কাঁচা পাট ভারতে পাচার হয়ে যায়। এতে বড় অঙ্কের শুল্ক আদায় থেকেও বঞ্চিত হয় দেশ। অন্যদিকে অবাধে পাচার হওয়ার কারণে দেশের মিলগুলো কাঁচা পাটের সংকটে থাকে। মোট রপ্তানিতে পাটপণ্যের অবদান ৯৭ শতাংশ থেকে মাত্র ৩ শতাংশে নেমে আসার অন্যতম কারণ এটি। বিজেএমএর অন্য দাবির মধ্যে রয়েছে– পাট খাতের জন্য রপ্তানি উন্নয়ন তহবিলের মতো একটি তহবিল গঠন, মোড়কে পাটপণ্য ব্যবহার আইন কার্যকর করা, বেসরকারি পাটকলের ঋণে সুদ মওকুফ ইত্যাদি।
এদিকে বাংলাদেশ জুট মিলস করপোরেশনের (বিজেএমসি) কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গেও মতবিনিময় করেন উপদেষ্টা। সভায় বিশেষ অতিথি ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আবদুর রউফ। সভাপতিত্ব করেন বিজেএমসির চেয়ারম্যান ফারুক আহম্মেদ। সভায় বিজেএমসি অফিসার্স অ্যাসোসিয়েশনের পক্ষ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। মিল বন্ধের এজেন্ডা বাস্তবায়নকারীদের নীল নকশা, লিজ প্রদানে অনিয়মের কথা উল্লেখ করা হয়। মেশিনারিজ স্ক্র্যাপ হিসেবে বিক্রি এবং মিল বন্ধ হওয়ার চার বছরের মাথায়ও চালু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন সংগঠনের নেতারা। টানা তিন মাস বেতন-ভাতা না পেয়ে মানবেতর জীবনযাপনকারী বিজেএমসির কর্মকর্তা-কর্মচারীদের স্বাভাবিক জীবন ফিরিয়ে দেওয়াসহ সংস্থাটিতে কাজের অনুকূল পরিবেশ সৃষ্টির অনুরোধ জানান তারা।
বস্ত্র ও পাট উপদেষ্টা বলেন, বিজেএমসি একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। বিজেএমসির বিদ্যমান চ্যালেঞ্জগুলো মোকাবিলা করে শিগগিরই একটি ইতিবাচক অবস্থা তৈরি করতে সর্বোচ্চ চেষ্টা করা হবে।
- বিষয় :
- পাট