ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

সাউথইস্ট ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সাউথইস্ট ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৪ | ১৮:০৪

সাউথইস্ট ব্যাংক পিএলসির ২৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় ভাচ্যুয়ালি এ সভা অনুষ্ঠিত হয়।

ব্যাংকের চেয়ারম্যান আলমগীর কবিরের সভাপতিত্বে সভায় অংশ নেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো. আকিকুর রহমান, ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং উদ্যোক্তা পরিচালক এম এ কাশেম, ব্যাংকের সাবেক চেয়ারম্যান এবং উদ্যোক্তা পরিচালক আজিম উদ্দিন আহমেদ, উদ্যোক্তা পরিচালক দুলুমা আহমেদ, উদ্যোক্তা পরিচালক জোসনা আরা কাশেম, পর্ষদের পরিচালক- রেহানা রহমান, নাসির উদ্দিন আহমেদ, মো. রফিকুল ইসলাম (প্রতিনিধি পরিচালক, এশিয়া ইন্স্যুরেন্স লি.), স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ দেলোয়ার হোসেন। 

সভায় আরও যুক্ত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দীন মো. ছাদেক হোসাইন এবং কোম্পানি সচিব এ কে এম নাজমুল হায়দার। এছাড়া ব্যাংকের উদ্যোক্তা ও শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন।

সভায় ২০২৩ অর্থবছরের জন্য ৬ শতাংশ নগদ এবং ৪ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করা হয়। 

আরও পড়ুন

×