এবি ইন্টারন্যাশনাল ফাইন্যান্স লিমিটেড হংকং’র ২৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বুধবার হংকং-এর কাউলুন ওয়েস্ট, সিম শা স্ইু, ক্যান্টন রোডস্থ সিলভারকর্ড টাওয়ারের বোর্ড রুমে এই সভা অনুষ্ঠিত হয়।
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৪ | ২১:০০ | আপডেট: ১৬ অক্টোবর ২০২৪ | ২১:০০
এবি ইন্টারন্যাশনাল ফাইন্যান্স লিমিটেড, হংকং, সাবসিডিয়ারি অব এবি ব্যাংক পিএলসির ২৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। বুধবার হংকং-এর কাউলুন ওয়েস্ট, সিম শা স্ইু, ক্যান্টন রোডস্থ সিলভারকর্ড টাওয়ারের বোর্ড রুমে এই সভা অনুষ্ঠিত হয়।
এতে সভায় সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান তারিক আফজাল। এ সময় উপস্থিত ছিলেন এবিআইএফএল'র সিইও তাইসির রহমান সিদ্দিকী। একইসাথে ডিজিটাল প্ল্যাটফর্মেও পরিচালিত এ সভায় বোর্ডের পরিচালকবৃন্দ ব্যারিস্টার খায়রুল আলম চৌধুরী, শফিকুল আলম, কে এম মহিউদ্দিন আহমেদ এবং এম এন আজিম অংশগ্রহণ করেন। এ সময় রিয়াজুল ইসলাম ব্যাংকের প্রতিনিধি হিসেবে সভায় যোগদান করেন।
সভায় নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন-২০২৩ গৃহীত হয়। এ ছাড়া ২০২৪ সালের জন্য বিধিবদ্ধ নিরীক্ষক হিসেবে গ্লোবাল ভিশন সিপিএ লিমিটেডকে পুননিয়োগ দেওয়া হয়েছে। এ সময় সর্বসম্মতিক্রমে ২০২৩ সালের সমাপ্ত বছরের জন্য ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন করা হয়।
- বিষয় :
- এবি ব্যাংক
- সভা