উপদেষ্টার সঙ্গে বৈঠক
শিল্প মালিকদের স্বার্থ রক্ষায় পদক্ষেপ চায় বিসিআই

রোববার সৌজন্য সাক্ষাতের সময় শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খানকে বিসিআই পরিচালনা পর্ষদের পক্ষ থেকে ‘আমার পণ্য আমার দেশ’ লোগোসংবলিত একটি স্যুভেনির উপহার দেন সংগঠনের সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ- ফটাে রিলিজ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৪ | ০০:১১
বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে শিল্প মালিকদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খানের সহায়তা চেয়েছে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই)। গতকাল রোববার উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিষয়টি তুলে ধরেন বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ)। বৈঠকে সংগঠনটির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন তিনি।
বিসিআইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, শিল্প ভবনে অনুষ্ঠিত বৈঠকে বিসিআই সভাপতি শিল্প খাতের বর্তমান চ্যালেঞ্জ বিষয়ে উপদেষ্টাকে অবহিত করেন। তিনি বলেন, শিল্প উৎপাদন ব্যাহত হলে তার প্রভাব অন্য খাতেও পড়ে, বিশেষ করে সেবা ও কৃষি খাতে। তিনি ব্যবসাক্ষেত্রে ক্রমাগত ব্যাংক সুদহার বৃদ্ধি, জ্বালানি সংকট, জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) এইচএস কোড জটিলতা, কারখানা বন্ধ থাকায় মালিকদের বেতন দিতে সমস্যা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ইত্যাদি সমস্যার কথা তুলে ধরেন।
আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ) শিল্প খাতে দক্ষ জনবলের অভাব অভাব পূরণে প্রশিক্ষণ, কারিকুলাম ও যন্ত্রপাতি চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে হালনাগাদ করার আহ্বান জানান। তিনি বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে শিল্প মালিকদের স্বার্থ রক্ষায় বিভিন্ন পদক্ষেপ নেওয়ার বিষয়ে উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন।
বিসিআই নেতাদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, ‘দেশের শিল্পগুলোর অবস্থা সম্পর্কে আমরা অবগত রয়েছি। আমরা চাই, দেশে বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধি পাক। দেশি শিল্প যাতে টিকে থাকতে পারে, সে জন্য উদ্যোগ নেওয়া হবে।’ দক্ষ কর্মী তৈরিতে কোর্স কারিকুলাম প্রণয়ন ও দক্ষ প্রশিক্ষক সৃষ্টিতে ব্যবসায়ীদের কাছ থেকে সুনির্দিষ্ট প্রস্তাব চান তিনি।
নবায়নযোগ্য জ্বালানির সর্বোচ্চ ব্যবহার করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এ জন্য রাষ্ট্র সব ধরনের সহায়তা করবে। তিনি শ্রমিক-মালিক সুসম্পর্ক বজায় রেখে শিল্প প্রতিষ্ঠান পরিচালনার অনুরোধ করেন।
- বিষয় :
- বিসিআই