শ.ম. রেজাউল ও নিক্সন চৌধুরীর পরিবারের ব্যাংক হিসাব তলব

শ.ম. রেজাউল ও নিক্সন চৌধুরী। ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪ | ২১:৪৩
সাবেক মন্ত্রী শ. ম. রেজাউল করিম এবং সাবেক এমপি মজিবুর রহমান চৌধুরী (নিক্সন চৌধুরী) পরিবারের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। তাদের ঋণ, সঞ্চয়পত্রের তথ্যও চাওয়া হয়েছে। স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লেনদেনসহ যাবতীয় তথ্য চাওয়া হয়েছে। মঙ্গলবার ব্যাংকগুলোতে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়।
চিঠিতে বলা হয়েছে, শ. ম. রেজাউল করিমের নিজ বা যৌথ নামে কোনো প্রতিষ্ঠান, কোম্পানির অ্যাকাউন্ট থাকলে লেনদেনসহ যাবতীয় তথ্য দিতে হবে। সঞ্চয়ী, চলতি হিসাব, এফডিআর, ডিপিএস থাকলে জানাতে হবে। আমানতের পাশাপাশি ঋণ, সঞ্চয়পত্র বা ক্রেডিট কার্ড থাকলে সে তথ্যও দিতে বলা হয়েছে। চিঠিতে রেজাউল করিমের ভাতিজী নওশিন শামীম মিথিলা, ভাই শেখ মো. আবুল বাশার, ভাতিজা শেখ মো. সাব্বির বাশার (সুজন) ও শেখ মো. ফয়সাল বাশার, বোন ফেরদৌসি (বিউটি) এবং নিলিমুন নাহারের (বুলু) অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয়েছে।
অপর এক চিঠিতে মজিবুর রহমান চৌধুরীর (নিক্সন চৌধুরী) আমানত, ঋণ, সঞ্চয়পত্রসহ সব ধরনের তথ্য চাওয়া হয়েছে। পাশাপাশি তার সন্তান মিখাইল মুজিব চৌধুরী ও নাজোরা মুজিব চৌধুরীর অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয়েছে। এছাড়া নিপা পরিবহন, রিতা কনস্ট্রাকশন, স্বাধীন বাংলা ফিলিং অ্যান্ড সার্ভিস স্টেশন, এন ডেইরি ফার্ম, এন ডার্ক ফার্ম অ্যান্ড ফিশারিজ, মার্স্ট প্যাকেজিং, ইত্তেফাক পাবলিকেশন এবং শেয়ার হোল্ডিংস লিমিটেডের তথ্য চাওয়া হয়েছে।
গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে আওয়ামী লীগের সময়ের সাবেক মন্ত্রী, এমপি, বিভিন্ন পর্যায়ের নেতা, সাংবাদিক, পুলিশসহ বিভিন্ন পর্যায়ের সাবেক সরকারি কর্মকর্তাসহ অনেকের ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বিএফআইইউ। সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়ায় এরই মধ্যে অনেকের অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে।
- বিষয় :
- ব্যাংক অ্যাকাউন্ট
- ফ্রিজ
- বিএফআইইউ