বাংলাদেশ চেম্বারের ৩৮তম এজিএম অনুষ্ঠিত

শনিবার বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের ৩৮তম এজিএমে সংগঠনের সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজসহ অন্যরা ফটাে রিলিজ
শিল্প ও বাণিজ্য ডেস্ক
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৪ | ২৩:১৭
গতকাল শনিবার বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) ৩৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। ঢাকায় বিসিআই কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ)। সভার কার্যক্রম পরিচালনা করেন বিসিআইর সেক্রেটারি জেনারেল ড. মো. হেলাল উদ্দিন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এজিএমে সভাপতি বিসিআইর কার্যক্রম ও দেশের অর্থনৈতিক অবস্থা তুলে ধরেন। সভায় অর্থবছরের অডিটেড হিসাব অনুমোদন করা হয় এবং ২০২৪-২৫ অর্থবছরের জন্য অডিটর নিয়োগ করা হয়। উন্মুক্ত আলোচনায় অংশ নেন প্রাণ গ্রুপের চেয়ারম্যান ও বিসিআইর নবনির্বাচিত পরিচালক আহসান খান চৌধুরী, বিএসআরএমের প্রতিনিধি সৌমিত্র কুমার মুৎসুদ্দি, ভিসতা ইলেকট্রনিকসের এমডি লোকমান হোসেন আকাশ, সেনা কল্যাণ সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল মো. হাবীব উল্লাহ, বিসিআইর সাবেক সভাপতি শাহেদুল ইসলাম হেলাল ও মোস্তফা আজাদ চৌধুরী বাবু, সাবেক ঊর্ধ্বতন সহসভাপতি মেজর জেনারেল (অব.) এস এম শাহাবউদ্দিন প্রমুখ। বিসিআই সভাপতি সব পরিচালক ও নবনির্বাচিত পরিচালককে (২০২৫-২৭) সভায় পরিচয় করিয়ে দেন। ঊর্ধ্বতন সহসভাপতি প্রীতি চক্রবর্তী ধন্যবাদ জ্ঞাপন করেন।
- বিষয় :
- বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ