ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

প্রবাসী আয়ে রেকর্ড, মার্চে এলো ৩২৯ কোটি ডলার

প্রবাসী আয়ে রেকর্ড, মার্চে এলো ৩২৯ কোটি ডলার

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫ | ১৭:৪১ | আপডেট: ০৬ এপ্রিল ২০২৫ | ১৮:৫৫

দেশের ইতিহাসে প্রথমবারের মতো একক কোনো মাসে তিন বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে। গত মার্চে প্রবাসীরা রেকর্ড ৩২৯ কোটি ডলার পাঠিয়েছেন। এর আগে এক মাসে সর্বোচ্চ ২৬৪ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল গত ডিসেম্বরে। আর গতবছরের মার্চে এাসেছিল মাত্র ১৯৯ কোটি ৭০ লাখ ডলার।

আগের বছরের একই মাসের তুলনায় গত মার্চে রেমিট্যান্স বেড়েছে ৬৪ দশমিক ৭০ শতাংশ। আগের মাস গত ফেব্রুয়ারিতে এসেছিল ২৫৩ কোটি ডলার। মূলত আওয়ামী লীগ সরকার পতনের পর অনিয়ম-দুর্নীতি কমে যাওয়ায় অর্থপাচার কমেছে। এতে হুন্ডি চাহিদা কমে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স বেড়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অঅনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই-মার্চ ৯ মাসে মোট ২ হাজার ১৭৭ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। আগের অর্থবছরের একই সময়ে এসেছিল ১ হাজার ৭০৭ কোটি ডলার। এ সময়ে প্রবৃদ্ধি হয়েছে ২৭ দশমিক ৬০ শতাংশ।

রেমিট্যান্সের উচ্চ প্রবৃদ্ধির পাশাপাশি রপ্তানি আয়ও বাড়ছে। এতে করে স্থিতিশীল রয়েছে দেশের বৈদেশিক মুদ্রবাজার। ১৯ বিলিয়নে নামা রিজার্ভ এরই মধ্যে ২০ বিলিয়ন ডলারের ঘর ছাড়িয়েছে। দীর্ঘদিন ধরে ডলারের দর ১২২ থেকে ১২৩ টাকায় স্থিতিশীল আছে।

আরও পড়ুন

×