দুই কার্গো এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন

ফাইল ফটো
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৭ মে ২০২৫ | ১৮:০০
দেশের জ্বালানি চাহিদা মেটাতে স্পট মার্কেট থেকে পৃথক দরপত্রের মাধ্যমে দুই কার্গো এলএনজি কেনার প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। বুধবার অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে ভার্চুয়াল সভায় প্রস্তাব দুটিতে অনুমোদন দেওয়া হয়েছে।
সিঙ্গাপুরভিত্তিক ভিটল এশিয়া প্রাইভেট লিমিটেড সর্বনিম্ন দরদাতা হিসেবে এলএনজি সরবরাহ করবে। এতে মোট ব্যয় হবে ১১০৪ কোটি ৪১ লাখ টাকা।
সভা সূত্রে জানা গেছে, ‘পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০০৮’ অনুসারে আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ায় স্পট মার্কেট থেকে দুই কার্গো এলএনজি আমদানির অনুমোদন দিয়েছে কমিটি। একই প্রতিষ্ঠান থেকেই দুই কর্গো আমদানি হলেও পৃথক দরপত্র হওয়া দামে কিছুটা তারতম্য রয়েছে।
এর মধ্যে এক কার্গো এলএনজি সরবরাহের জন্য পেট্রোবাংলা মাস্টার সেল অ্যান্ড পারচেজ অ্যাগ্রিমেন্ট স্বাক্ষরকারী চুক্তিবদ্ধ ২৩টি প্রতিষ্ঠানের কাছে দরপ্রস্তাব আহ্বান করলে চারটি প্রতিষ্ঠান দরপ্রস্তাব দাখিল করে। এর মধ্যে সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান হিসেবে ভিটল এশিয়া ৫৪৯ কোটি ৯ লাখ টাকায় এ এলএনজি সরবরাহ করবে। একই প্রক্রিয়ায় অপর এক এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়। এক্ষেত্রেও সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান হিসেবে ভিটল এশিয়া ৫৫৫ কোটি ৩২ লাখ টাকায় এলএনজি সরবরাহ করবে।
উল্লেখ্য রাষ্ট্রীয় সফরে অর্থ উপদেষ্টা ইতালিতে অবস্থান করছেন। সভায় কমিটির সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
- বিষয় :
- এলএনজি
- ক্রয়আদেশ
- অর্থ উপদেষ্টা