ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

গ্লোবাল নেটওয়ার্কে পপ ফাইভ

গ্লোবাল নেটওয়ার্কে পপ ফাইভ

অনলাইন ডেস্ক 

প্রকাশ: ০৭ মে ২০২৫ | ২২:১৪

গ্লোবাল ইন্ডিপেন্ডেন্ট ক্রিয়েটিভ এজেন্সি নেটওয়ার্ক- বাই দ্য নেটওয়ার্কের (বিটিএন) সঙ্গে যুক্ত হয়েছে বিজ্ঞাপনী সংস্থা ‘পপ ফাইভ’। ২৭টি দেশের ৭৫০ জনের বেশি ট্যালেন্ট নিয়ে গঠিত এ নেটওয়ার্কে পপ ফাইভের যোগদান দেশের বিজ্ঞাপন শিল্পের জন্য বড় অর্জন।

বাই দ্য নেটওয়ার্কের গ্লোবাল ক্রিয়েটিভ চেয়ার জন মেসক্যাল বলেন, পপ ফাইভ টিমের নেতৃত্ব আর ক্রিয়েটিভ চিন্তা আমাদের মুগ্ধ করেছে। তাদের কাছ থেকে আমরা দারুণ সব কাজের অপেক্ষায় আছি।

পপ ফাইভের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ পারভেজ বলেন, আমরা এমন একটা জায়গা তৈরি করতে চেয়েছি, যেখানে নতুন আইডিয়া সবসময় গুরুত্ব পাবে। শুরু থেকেই আমরা বিশ্বাস করি—বাংলাদেশ থেকে গ্লোবাল মানের কাজ সম্ভব। বাই দ্য নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হওয়াটা আমাদের সেই বিশ্বাসকে বাস্তবে রূপ দেওয়ার বড় সুযোগ। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×