সিএসএমই খাতে অর্থায়নের বিশেষ কর্মসূচি চালু হচ্ছে

বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে এসএমই ফাউন্ডেশন ও ইউএনডিপি আয়ােজিত কর্মশালায় অতিথিরা ফটাে রিলিজ
শিল্প ও বাণিজ্য ডেস্ক
প্রকাশ: ১৬ মে ২০২৫ | ০০:০৯
দেশের কটেজ, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) উদ্যোক্তাদের মধ্যে বর্তমানে ব্যাংক ঋণের আওতায় রয়েছে মাত্র ৯ শতাংশ। এ অবস্থায় আরও বেশি উদ্যোক্তাকে ঋণের আওতায় আনার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঝুঁকিগ্রস্ত সিএমএসএমই উদ্যোক্তাদের সহায়তার লক্ষ্যে বিশেষ মডেল কর্মসূচি চালুর উদ্যোগ নিয়েছে এসএমই ফাউন্ডেশন ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি। বৃহস্পতিবার ঢাকার এক হোটেলে এ বিষয়ে কর্মশালার আয়োজন করা হয়।
এসমএই ফাউন্ডেশন জানায়, কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের চেয়ারপারসন মো. মুসফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার এবং অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দ মো. কুতুব। বক্তব্য দেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি সোনালী দায়ারাত্নে, এসএমই ফাউন্ডেশনের উপব্যবস্থাপনা পরিচালক নাজিম হাসান সাত্তার প্রমুখ।
কর্মশালায় জানানো হয়, বাংলাদেশে প্রথমবারের মতো জলবায়ু পরিবর্তনের প্রভাবে সম্ভাব্য ঝুঁকিগ্রস্ত সিএমএসএমই উদ্যোক্তাদের সহায়তায় ‘ব্লেন্ডেড ফাইন্যান্স’ সুবিধা প্রবর্তনের লক্ষ্যে একটি মডেল কর্মসূচি প্রণয়নের উদ্যোগ নিয়েছে এসএমই ফাউন্ডেশন এবং ইউএনডিপি। এ প্রক্রিয়ার অংশ হিসেবে দেশের বিভিন্ন জলবায়ু-সংবেদনশীল অঞ্চল পরিদর্শনের মাধ্যমে বাস্তব পরিস্থিতি প্রত্যক্ষ করা হয়েছে এবং অংশীজনের সঙ্গে মতবিনিময় করা হয়েছে।
- বিষয় :
- এসএমই