ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

গোয়াফেস্টে দুটি মিডিয়া অ্যাবি অ্যাওয়ার্ড জিতল এশিয়াটিক মাইন্ডশেয়ার

গোয়াফেস্টে দুটি মিডিয়া অ্যাবি অ্যাওয়ার্ড জিতল এশিয়াটিক মাইন্ডশেয়ার

ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক 

প্রকাশ: ২৫ মে ২০২৫ | ১৯:০৫ | আপডেট: ২৫ মে ২০২৫ | ১৯:০৬

দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় অ্যাডভার্টাইজিং ফেস্টিভাল ‘গোয়াফেস্ট’-এর অ্যাবি অ্যাওয়ার্ডসে দুই পুরস্কার জিতেছে এশিয়াটিক মাইন্ডশেয়ার। ‘ইনোভেটিভ ইউজ অব ইন্টিগ্রেটেড মিডিয়া, সাউথ এশিয়া (এক্সক্লুডিং ইন্ডিয়া)’ ক্যাটাগরিতে একটি সিলভার এবং একটি গোল্ড অ্যাওয়ার্ড জিতে নিয়েছে বাংলাদেশের এ বিজ্ঞাপনী সংস্থা।

সিলভার অ্যাওয়ার্ডটি এসেছে গ্রামীণফোন-এর জন্য করা ‘ইন্টারনেট-এর দুনিয়া সবার’ ক্যাম্পেইনের জন্য। আর গোল্ড অ্যাওয়ার্ডটি এসেছে গ্রামীণফোন-এর ‘বন্ধু বোঝে আমাকে’ ক্যাম্পেইনের জন্য।

ভারতীয় অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রির অস্কার হিসেবে খ্যাত এই ‘মিডিয়া অ্যাবি’র এবারের আসরে বাংলাদেশ থেকে শুধু এশিয়াটিক মাইন্ডশেয়ারই পুরস্কার পেয়েছে।

অ্যাডভার্টাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া এবং দি অ্যাডভার্টাইজিং ক্লাব যৌথভাবে গোয়া ফেস্টের আয়োজন করে, যা দক্ষিণ এশিয়ার অ্যাডভার্টাইজিং ও কমিউনিকেশন ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় মিলনমেলা।

আন্তর্জাতিক মঞ্চে এই অর্জন যেমন প্রতিষ্ঠানের জন্য গর্বের, তেমনি এটি ক্লায়েন্টদের আস্থারও এক উজ্জ্বল প্রতিফলন। এশিয়াটিক মাইন্ডশেয়ার আন্তরিক কৃতজ্ঞতা জানায় তাদের ক্লায়েন্টদের প্রতি, যাদের অবিচল সহায়তা ও আস্থা এই যাত্রাকে আরো দৃঢ় করেছে। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×