ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল

ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৯ মে ২০২৫ | ১৮:৪২

ঈদুল আজহার ছুটি বিবেচনায় নিয়ে মে মাসের অনলাইনে ভ্যাট রিটার্ন জমা দেওয়ার সময় বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ১৯ জুন পর্যন্ত অনলাইনে ভ্যাট রিটার্ন জমা দেওয়া যাবে।

বৃহস্পতিবার এ সংক্রান্ত আদেশ জারি করেছে এনবিআর। সাধারণত প্রতি মাসের ১৬ তারিখে ভ্যাট রিটার্ন দাখিলের শেষ দিন থাকলেও ঈদের ১০ দিনের ছুটি থাকায় সময়সীমা বাড়ানো হয়েছে।

এনবিআরের হিসাবে বর্তমানে প্রায় সাড়ে ৩ লাখ ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠান অনলাইনে রিটার্ন দাখিল করে, ২৩ শতাংশ হার্ড কপি জমা দেয়। সব মিলিয়ে প্রায় ৪ লাখ প্রতিষ্ঠান নিয়মিত ভ্যাট রিটার্ন দাখিল করে বলে জানা গেছে।
 

আরও পড়ুন

×