লিপস্টিকসহ বিভিন্ন প্রসাধন সামগ্রীর দাম বাড়ছে

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০২ জুন ২০২৫ | ১৯:০৫ | আপডেট: ০২ জুন ২০২৫ | ১৯:১৯
২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ঠোঁট, চোখ ও মুখমণ্ডলে ব্যবহৃত বিদেশি প্রসাধনপণ্যের ওপর কর বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। ফলে লিপস্টিকসহ বিভিন্ন প্রসাধন সামগ্রীর দাম বাড়তে পারে।
সোমবার অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন করেন।
তিনি বলেন, বাজেট প্রস্তাবে রাজস্ব আয় বাড়াতে এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে কিছু পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের পরিকল্পনা করা হয়েছে। এতে প্রসাধন সামগ্রী, বিশেষ করে লিপস্টিকের মতো পণ্যের দাম বাড়তে পারে।
বাজেট ঘোষণার পর নাগরিকদের কাছ থেকে মতামত নিয়ে তা চূড়ান্ত করা হবে। আগামী ২৩ জুনের পর উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদনের পর রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে বাজেট কার্যকর হবে।
- বিষয় :
- বাজেট ২০২৫-২৬
- দাম বৃদ্ধি