এক্সিম ব্যাংকের চলতি দায়িত্বে থাকা এমডির পদত্যাগ

.
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২২ জুন ২০২৫ | ১৬:১৭
পাঁচ ইসলামী ব্যাংক একীভূতকরণ নিয়ে আলোচনার মধ্যে পদত্যাগ করেছেন এক্সিম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ও চলতি দায়িত্বে থাকা এমডি এম আখতার হোসেন। গত মঙ্গলবার ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় তিনি পদত্যাগ করেন। আখতার হোসেন গত জানুয়ারিতে এক্সিম ব্যাংকে যোগ দেন।
বাংলাদেশ ব্যাংকের পরামর্শে গত ৪ জানুয়ারি এক্সিম ব্যাংকের এমডি মোহাম্মদ ফিরোজ হোসেনকে ছুটিতে পাঠায় ব্যাংকের পরিচালনা পর্ষদ। এক্সিম, ফার্স্ট সিকিউরিটি, ইউনিয়ন, গ্লোবাল ইসলামী ও সোশ্যাল ইসলামী ব্যাংক একীভূত করার কাজ চলছে। এসব ব্যাংকের সম্পদের গুনগত মান পর্যালোচনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
আন্তর্জাতিক অডিট ফার্ম আর্নেস্ট অ্যান্ড ইয়াং সম্পদ মূল্যায়নে এক্সিম ব্যাংকের ৫২ হাজার ৭৬ কোটি টাকা ঋণ রয়েছে। এর মধ্যে ২৫ হাজার ১০১ কোটি টাকা বা ৪৮ দশমিক ২০ শতাংশ খেলাপি। ব্যাংকটি যেখানে খেলাপি দেখিয়েছিল মাত্র ৩ দশমিক ৮২ শতাংশ।
- বিষয় :
- এক্সিম ব্যাংক
- পদত্যাগ