ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

এসএমই খাতের উন্নয়নে অঙ্গীকার থাকতে হবে নির্বাচনী ইশতেহারে

এসএমই খাতের উন্নয়নে অঙ্গীকার থাকতে হবে নির্বাচনী ইশতেহারে

রােববার রাজধানীতে এসএমইবিষয়ক আলােচনা সভায় সিপিডির সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনসহ অন্যরা ফটাে রিলিজ

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুন ২০২৫ | ০০:১১

কর্মসংস্থান এবং রপ্তানি বাণিজ্যের মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাত অর্থনৈতিক উন্নয়নে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে এ খাতের উন্নয়নে এখনও অনেক প্রতিবন্ধকতা রয়েছে। এসব বাধা দূর করতে রাজনৈতিক অঙ্গীকার প্রয়োজন। ক্ষমতায় এলে কোন দল এসএমই খাতের উন্নয়নে কী পদক্ষেপ নেবে, তার সুস্পষ্ট অঙ্গীকার থাকা প্রয়োজন। রাজনৈতিক দলগুলোকে  আগামী নির্বাচনের  ইশতেহারে তা উল্লেখ করতে হবে।

টেকসই প্রবৃদ্ধি ও উদ্ভাবনের মূল চালিকাশক্তি হিসেবে এমএসএমই খাতের ভূমিকাবিষয়ক এক আলোচনা সভায় এসব কথা বলেছেন সরকারি-বেসরকারি প্রতিনিধিরা। গতকাল রোববার রাজধানীর আগারগাঁও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ-বিডা ভবনে এমএসএমই দিবস উপলক্ষে বিডা এবং এসএমই ফাউন্ডেশন যৌথভাবে এ আয়োজন করে।
আলোচনায় প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী বলেন, যুবসমাজ যদি তাদের দক্ষতা কাজে লাগিয়ে এসএমই উদ্যোক্তা হতে পারে, সে জন্য বর্তমান সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।

বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, একটি উদ্ভাবনী, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই অর্থনীতির জন্য দেশের বিনিয়োগ পরিবেশ উন্নত করতে হবে। উন্নত বিনিয়োগ পরিবেশে এসএমই খাতকে শক্তিশালী করা সময়ের দাবি।
আলোচনায়  গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, এসএমই খাত দেশের অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ খাতের উন্নয়নে সরকারকে তা শুধু বললেই হবে না, কাজেও প্রমাণ করতে হবে। এ খাতকে এগিয়ে নিতে দরকার রাজনৈতিক অঙ্গীকার। তাই ক্ষমতায় এলে কোন দল এসএমই খাতের উন্নয়নে কী পদক্ষেপ নেবে, আগামী নির্বাচনের ইশতেহারে রাজনৈতিক দলগুলোকে তা স্পষ্ট করার আহবান জানান তিনি। 
শিল্প সচিব মো. ওবায়দুর রহমান বলেন, শিল্প মন্ত্রণালয়, এসএমই খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। এসএমই ফাউন্ডেশনের জন্য স্থায়ী অবকাঠামো, পণ্য প্রদর্শন কেন্দ্র, ইনকিউবেশন স্পেস ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।
এমএসএমই দিবস উপলক্ষে সকাল ১০টায় আগারগাঁওয়ে পর্যটন ভবন থেকে বিডা ভবন পর্যন্ত এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। এ ছাড়া দিনব্যাপী নারী উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনী ও মেলার আয়োজন করা হয়।

আরও পড়ুন

×