বাংলাদেশ ও ভুটানে বিশ্বব্যাংকের ডিভিশন ডিরেক্টর জঁ পেম

ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০১ জুলাই ২০২৫ | ০০:১৪
বাংলাদেশ ও ভুটানে বিশ্বব্যাংকের নতুন ডিভিশন ডিরেক্টর হিসেবে দায়িত্ব নিচ্ছেন জঁ পেম। আজ মঙ্গলবার নতুন এ দায়িত্ব গ্রহণ করবেন তিনি। এর আগে জঁ পেম বিশ্বব্যাংকের গ্লোবাল ডিরেক্টর (ফাইন্যান্স) হিসেবে কাজ করেছেন। সুদৃঢ়, স্থিতিশীল, টেকসই ও অন্তর্ভুক্তিমূলক আর্থিক ব্যবস্থা গঠনে বিশ্বব্যাংকের কার্যক্রমে নেতৃত্ব দিয়েছেন তিনি। এ ছাড়া তিনি সংস্থাটির ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি অ্যান্ড ইন্টেগ্রিটি গ্লোবাল টিমের নেতৃত্ব দিয়েছেন। টিমটি বিভিন্ন দেশে স্বচ্ছ, আন্তর্জাতিক মানসম্পন্ন আর্থিক ব্যবস্থা গড়ে তুলতে সহায়তা করে।
গতকাল সোমবার বিশ্বব্যাংকের ঢাকা অফিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নকে উৎসাহিত করা এবং আর্থিক ব্যবস্থাকে আরও স্থিতিশীল ও অন্তর্ভুক্তিমূলক করে গড়ে তোলার ক্ষেত্রে জঁ পেমের সফল অভিজ্ঞতা রয়েছে। ফরাসি নাগরিক প্রকৌশলী জঁ পেম ২০০৩ সালে বিশ্বব্যাংকে সিনিয়র ইনফ্রাস্ট্রাকচার স্পেশালিস্ট হিসেবে যোগ দেন। এরপর থেকে তিনি বিশ্বব্যাংক গ্রুপের বিভিন্ন নেতৃত্বের পদে কাজ করেছেন। বিশ্বব্যাংক গ্রুপের বেসরকারি খাতভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনেও (আইএফসি) দায়িত্ব পালন করেছেন। তিনি মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় আর্থিক খাত সংক্রান্ত বিষয়ে কাজ করেছেন।
- বিষয় :
- বিশ্বব্যাংক