ঢাকা মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

টয়োটা অনুমোদিত ওয়ার্কশপে পাওয়া যাবে নিরবচ্ছিন্ন বিক্রয়োত্তর সেবা

টয়োটা অনুমোদিত ওয়ার্কশপে পাওয়া যাবে নিরবচ্ছিন্ন বিক্রয়োত্তর সেবা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ জুলাই ২০২৫ | ১৫:০৩

উন্নত গ্রাহক সেবা এবং পরিচালনায় দক্ষতা নিশ্চিত করতে টয়োটা টুসো করপোরেশন তাদের নতুন ব্যবসায়িক পরিকল্পনা গ্রহণ করেছে যা আজ ১ জুলাই থেকে কার্যকর হচ্ছে।

মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে টয়োটা টুসো করপোরেশন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অটোমোবাইল খাতের দ্রুত পরিবর্তনশীলতার সঙ্গে সামঞ্জস্য রেখে টয়োটা তাদের কার্যক্রম এমনভাবে সাজাচ্ছে, যাতে সময়োপযোগী সেবা নিশ্চিত করা যায় এবং ক্রমবর্ধমান গ্রাহক চাহিদা আরও ভালোভাবে পূরণ করা যায়।

টয়োটা বলেছে, এই সময়েও টয়োটা সব গ্রাহককে আশ্বস্ত করছে, তাদের প্রয়োজন ও সন্তুষ্টিই সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে বিবেচিত হবে। ব্র্যান্ডের মান ও প্রত্যাশিত সেবা শুধু বজায় রাখাই নয় বরং আরও উন্নত গ্রাহক সেবার ব্যাপারে টয়োটা দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

বিজ্ঞপ্তিতে টয়োটা জানিয়েছে, এই সময়ে বিক্রয়োত্তর সেবা, মেরামত ও ওয়ারেন্টি সংক্রান্ত যেকোনো বিষয়ে গ্রাহকরা ১ জুলাই থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কন্টিনেন্টাল ওয়ার্কস লিমিটেড এবং কারবয় প্রাইভেট লিমিটেড টিমের সেবা গ্রহণ করতে পারেন। গ্রাহকরা বিক্রয়োত্তর সেবা যেন দ্রুততম সময়ে এবং কোনোরকম জটিলতা ছাড়াই পান, সে লক্ষ্যে টয়োটা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।

আরও পড়ুন

×