ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ফের সিঙ্গাপুরের শীর্ষ ধনীর তালিকায় আজিজ খান

ফের সিঙ্গাপুরের শীর্ষ ধনীর তালিকায় আজিজ খান

মুহাম্মদ আজিজ খান- ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০১৯ | ০৩:৪৯ | আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৯ | ০৭:০১

সিঙ্গাপুরের শীর্ষ ৪০ ধনীর তালিকায় উঠে এসেছে বাংলাদেশের মুহাম্মদ আজিজ খানের নাম। তিনি সামিট গ্রুপের চেয়ারম্যান।

আন্তর্জাতিক ব্যবসা সাময়িকী 'ফোর্বস' সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের এই  তালিকা প্রকাশ করেছে। 

ফোর্বসের ওয়েবসাইটে, মুহাম্মদ আজিজ খান ও তার পরিবারের মোট সম্পদের পরিমাণ উল্লেখ করেছে ৮৫ কোটি মার্কিন ডলার। 

সামিট গ্রুপের বাংলাদেশে বিদ্যুৎ, বন্দর, ফাইবার অপটিকস ও আবাসনসহ অন্যান্য ব্যবসা রয়েছে।

ফোর্বসের ২০১৮ সালের শীর্ষ ধনীর তালিকায়ও ছিল মুহাম্মদ আজিজ খানের নাম। সে বছর তিনি এ তালিকার ৩৪ নম্বরে ছিলেন।  তার ও তার পরিবারের সম্পদের পরিমাণ উল্লেখ করা হয়েছিল ৯১ কোটি মার্কিন ডলার।
সূত্র: বিজনেস স্ট্যাডার্ড


আরও পড়ুন

×