ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ডিএসইতে পুনরায় লেনদেন শুরু

ডিএসইতে পুনরায় লেনদেন শুরু

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুলাই ২০২১ | ০২:১৫

কারিগরি ত্রুটি কাটিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে ফের লেনদেন শুরু হয়েছে। সকাল ১০টায় লেনদেন শুরুর পর বেলা ১১টা ৯ মিনিটে হঠাৎ লেনদেন বন্ধ হয়ে যায়। ত্রুটি কাটিয়ে পুনরায় লেনদেন শুরু হয়েছে দুপুর সাড়ে ১২টায়।

ডিএসই কর্তৃপক্ষ জানিয়েছে, মাঝে লেনদেন বিঘ্নিত হওয়ায় তা পুষিয়ে নিতে আজকের লেনদেন চলবে দুপুর আড়াইটার পরিবর্তে সাড়ে ৩টা পর্যন্ত।

স্টক এক্সচেঞ্জটির প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) জিয়াউল করিম ত্রুটি বিষয়ে বলেন, ট্রেড ইঞ্জিনের সমস্যার কারণে লেনদেন বন্ধ হয়েছিল। নাসডাকের কাছ থেকে ট্রেড ইঞ্জিন নেওয়ার পর গত ৭ বছরের মধ্যে আজকের মত কখনো লেনদেন বন্ধের ঘটনা ঘটেনি। আগে বেশ কয়েকবার লেনদেনে ধীর গতি হলেও এবারই প্রথম লেনদেন বন্ধের ঘটনা ঘটলো।

এদিকে লেনদেন ফের শুরুর পর সকালের ঊর্ধ্বমুখী ধারা বজায় রয়েছে। দুপুর দেড়টায় ২০৩টি শেয়ার দর বেড়ে কেনাবেচা হচ্ছিল। এ সময় দর হারিয়ে কেনাবেচা হচ্ছিল ১৫০টি।

ডিএসইএক্স সূচক ২৬ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩৩৩ পয়েন্টে অবস্থান করছিল। উল্লেখিত সময় পর্যন্ত মোট কেনাবেচা হয়েছে ১ হাজার ১০ কোটি টাকার শেয়ার।

ব্যাংক, বীমা এবং বসের বাদে সব খাতের বেশিরভাগ শেয়ার দর বেড়ে কেনাবেচা হতে দেখা গেছে।

আরও পড়ুন

×