ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

দেশে পাটকল বন্ধের পেছনে ভারতের অ্যান্টিডাম্পিং শুল্ক: শ্রম প্রতিমন্ত্রী

দেশে পাটকল বন্ধের পেছনে ভারতের অ্যান্টিডাম্পিং শুল্ক: শ্রম প্রতিমন্ত্রী

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২১ | ১০:৪৫ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২১ | ১০:৪৫

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, বাংলাদেশ থেকে পাটপণ্য আমদানিতে উচ্চ হারের অ্যান্টিডাম্পিং শুল্ক আরোপ করে রেখেছে ভারত। এ কারণে দেশের পাট খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেক পাটকল বন্ধ হয়ে যাচ্ছে। দেশের পাটশিল্প বাঁচাতে সেই শুল্ক প্রত্যাহারে তৎপরতা আরও জোরদার করতে হবে।

বৃহস্পতিবার রাজধানীর ঢাকা ক্লাবে বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশন (বিজেএমএ) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংগঠনের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ উপলক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

প্রতিমন্ত্রী বলেন, শ্রমঘন শিল্প হিসেবে শ্রমিক ও কৃষকের স্বার্থে ঐতিহ্যবাহী পাট শিল্পকে রক্ষা করতে হবে। এ জন্য যথাযথ গুরুত্ব দিয়ে বন্ধ হওয়া রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো বেসরকারি ব্যবস্থাপনায় আবার উৎপাদনে ফেরানোর চেষ্টা চলছে। পাটের ব্যবহার বাড়াতে পণ্যের পাটজাত মোড়ক বাধ্যতামূলক আইন বাস্তবায়নে বাজারে অভিযান চালাতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিজেএমএর নবনির্বাচিত সভাপতি আবুল হোসেন, বিদায়ী সভাপতি মাহবুবুর রহমান পাটওয়ারী ও মহাসচিব আবদুল বারেক খান।

প্রসঙ্গত, ২০১৭ সালের ৫ জানুয়ারি বাংলাদেশের পাটপণ্যের ওপর বিভিন্ন হারে অ্যান্টিডাম্পিং শুল্ক আরোপ করে ভারত। টন প্রতি ১৯ থেকে ৩৫২ ডলার পর্যন্ত শুল্ক আরোপ করা হয়। এ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর এবং ওই সফরের আগে পরে সরকারি পর্যায়ে অনেক আলোচনা এবং পর্যালোচনা হয়েছে। তবে শুল্ক প্রত্যাহার হয়নি।

আরও পড়ুন

×