সমকালীন প্রসঙ্গ
প্রধানমন্ত্রীর ভারত সফর অভিনব কিছু নয়

তৌহিদ হোসেন
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২২ | ১২:০০
প্রধানমন্ত্রীর ভারত সফরকে আমি একটি ধারাবাহিক সফর হিসেবেই দেখি। এটি বিশেষভাবে আলাদা কোনো সফর নয়। আমাদের প্রধানমন্ত্রী এর আগেও ভারতে গেছেন। নরেন্দ্র মোদি আমাদের দেশে এসেছেন। এবার আবার আমাদের প্রধানমন্ত্রী গেলেন। হয়তো ভারতের প্রধানমন্ত্রী আবারও আসবেন। ঘনিষ্ঠ প্রতিবেশী দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের এমন সফর হয়েই থাকে।
প্রতিটি সফরেই যে বড় বড় অনেক সমস্যার সমাধান হয়ে যাবে; অনেক কিছুর প্রাপ্তি ঘটবে- এমন নয়। তবে এ ধরনের উচ্চ পর্যায়ের সফরের আগে বাংলাদেশের মানুষের মাঝে এক ধরনের প্রত্যাশা দেখা দেয়। তবে এবারের এই সফরের আগে প্রত্যাশা কিছুটা কম ছিল। কারণ, তিস্তার বিষয়ে কোনো সমাধান যে আসবে না- তা আগেই জানা হয়েছিল। আমাদের প্রধানমন্ত্রী ২০১১ সালের সম্মত খসড়ার ভিত্তিতে একটি চুক্তি চেয়েছিলেন। এবারে ভারত কোনো আশার বাণী শোনায়নি।
আমরা জানি, এবার সাতটি সমঝোতা স্মারক স্ব্বাক্ষর হয়েছে। এগুলোর দিকে যদি তাকাই- ১. রহমিপুর হয়ে বাংলাদেশের সিলেটে কুশিয়ারা নদী থেকে সুরমা-কুশিয়ারা প্রকল্পের আওতায় ১৫৩ কিউসেক পানি বণ্টনে সমঝোতা স্মারক, ২. ভারতের কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর) এবং বাংলাদেশ কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের (বিসিএসআইআর) মধ্যে বৈজ্ঞানিক সহযোগিতায় সমঝোতা স্মারক, ৩. ভারতের ভোপালের ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি এবং বাংলাদেশের সুপ্রিম কোর্টের মধ্যে সমঝোতা স্মারক, ৪. বাংলাদেশ রেলওয়ের কর্মীদের ভারতীয় রেলওয়ের ট্রেনিং ইনস্টিটিউটে প্রশিক্ষণের জন্য ভারত ও বাংলাদেশের রেল মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক, ৫. বাংলাদেশ রেলওয়ের আইটিবিষয়ক সহযোগিতার জন্য ভারত ও বাংলাদেশের রেল মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক, ৬. প্রসার ভারতী ও বাংলাদেশ টেলিভিশনের মধ্যে সমঝোতা স্মারক এবং ৭. মহাকাশ প্রযুক্তির ক্ষেত্রে সহযোগিতার মধ্যে সমঝোতা স্মারক।
এর মধ্যে একটিকে আমার কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে। সেটি হচ্ছে, কুশিয়ারা নদীর পানি বণ্টন বিষয়ক স্মারকটি। ফলে কুশিয়ারা নদী থেকে ১৫৩ কিউসেক পানি উত্তোলনের যে বিষয়টি রয়েছে, তাতে ভারত সম্মত হয়েছে। এতে বাংলাদেশ উপকৃত হবে। আমি যতটুকু শুনেছি, ওখানে বাংলাদেশ গত তিন-চার বছর ধরেই সেচ প্রকল্পের জন্য প্রস্তুতি নিয়ে আসছে। এতদিন সেটি করা যায়নি। কারণ ভারত সম্মত হচ্ছিল না। এখন ভারত সম্মতি দিয়েছে, তাই পানি পাওয়া যাবে বলে আশা করা যায়। ফলে ওই অঞ্চলে শুকনো মৌসুমে চাষাবাদের পানির সমস্যা কমে আসবে বলে ধারণা করা হয়। এটা ছোট হলেও একটি পজিটিভ অর্জন বলা যায়। বাকি যে ছয়টি রয়েছে, তার মধ্যে কিছু পুরোনো, কোনোটি আবার নতুন। তাই এগুলো খুব বেশি যে গুরুত্বপূর্ণ, তা নয়।
তবে আরেকটি বিষয়- সীমান্ত হত্যা। বাংলাদেশের বন্ধুপ্রতিম প্রতিবেশী ভারত। বন্ধুত্বপূর্ণ দুটি দেশের মাঝে একমাত্র সীমান্ত, যেখানে গুলি করে মানুষ হত্যা করা হয়। হত্যার শিকার হয়ে থাকেন বাংলাদেশিরা। এ জন্য অভিযোগের তীর থাকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের দিকে। এর আগেও দুই দেশের এমন শীর্ষ পর্যায়ের বৈঠকে সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনার বিষয়ে আলোচনা হয়েছে। কিন্তু বিএসএফের চরিত্র খুব একটা বদলাতে দেখা যায়নি। এবারের প্রধানমন্ত্রীর ভারত সফরে যে যৌথ বিবৃতি পাওয়া গেল, সেখানে দেখা গেল সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনতে দুই দেশের সরকারপ্রধান একমত হয়েছেন। আশা করব, এর ফল সীমান্তে দেখা যাবে।
সামগ্রিকভাবে এ সফর অভিনব কিছু নয়। তবে বাংলাদেশ এবং ভারতের যে সম্পর্ক, দুই দেশের যে ঘনিষ্ঠতা তাতে এমন শীর্ষ পর্যায়ের সফর হওয়া উচিত বলে আমি মনে করি। এই সফরের কিছুদিন আগে পররাষ্ট্র্রমন্ত্রীর বক্তব্য ঘিরে সমালোচনা হয়েছিল। এই সফরে দেখা গেল শেষ মুহূর্তে এসে প্রধানমন্ত্রীর সফরসঙ্গীর তালিকায় পররাষ্ট্রমন্ত্রী নেই। পরে মন্ত্রীর দপ্তর অবশ্য জানিয়েছে, অসুস্থতাজনিত কারণে মন্ত্রী শেষ মুহূর্তে ভারত সফর থেকে বিরত থেকেছেন। যদিও জনমনে একটি আলোচনা রয়েছে- মন্ত্রীর আগের বক্তব্যের সূত্র ধরেই তাকে সফর থেকে বিরত রাখা হয়েছে। তবে আমরা যদি ধরেও নিই, অসুস্থতার কারণে তিনি যেতে পারেননি। এই সফর ঘিরে প্রত্যাশা ও প্রাপ্তি নিয়ে আলোচনার বাইরে এই সমালোচনা যেন বড় হয়ে না ওঠে, সেটিই প্রত্যাশিত।
মো. তৌহিদ হোসেন :সাবেক পররাষ্ট্র সচিব