ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ফেলোশিপ দিচ্ছে ইউজিসি, প্রতি মাসে ৫০ হাজার টাকা পাবেন গবেষকেরা

ফেলোশিপ দিচ্ছে ইউজিসি, প্রতি মাসে ৫০ হাজার টাকা পাবেন গবেষকেরা

ছবি- সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৪ | ১৩:৫৫

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) পোস্ট ডক্টরাল ফেলোশিপ দিচ্ছে। পাবলিক, বেসরকারি বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজের শিক্ষকেরা এই ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন। ফেলোশিপের ভাতা হিসেবে ১ বছরে প্রতি মাসে ৫০ হাজার টাকা পাবেন গবেষকেরা। 

ফেলোশিপের জন্য নির্ধারিত আবেদনপত্র, তথ্য চার্ট ইউজিসির ওয়েবসাইট থেকে বা এই লিংক এ যেয়ে ডাউনলোড করা যেতে পারে।

কারা আবেদন করতে পারবেন—

  • আগ্রহী প্রার্থীকে অবশ্যই পাবলিক বা বেসরকারি বিশ্ববিদ্যালয় বা সরকারি কলেজের শিক্ষক হতে হবে;
  • প্রার্থীর অবশ্যই পিএইচডি ডিগ্রি থাকতে হবে;
  • আবেদনের শেষ তারিখে প্রার্থীর বয়স ৫০ বছরের মধ্যে হতে হবে;

ফেলোশিপ শেষে প্রত্যেক ফেলোকে নিজ নিজ বিশ্ববিদ্যালয়/ইনস্টিটিউটে ফিরে যেতে হবে। কোনো কারণে তিনি ইউজিসির কাছে গ্রহণযোগ্য কোনো বৈধ কারণ ছাড়াই তার গবেষণাকাজ বন্ধ করে দিলে তাকে ইউজিসি থেকে প্রাপ্ত অর্থ ফেরত দিতে হবে।

আবেদনের সফটকপি ইউজিসির পরিচালক (গবেষণা) বরাবর [email protected] ঠিকানায় পাঠাতে হবে। 

আরও পড়ুন

×