ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

'খারাপ লাগছে, যা বুঝাতে চেয়েছি তা বুঝাতে ব্যর্থ হয়েছি'

'খারাপ লাগছে, যা বুঝাতে চেয়েছি তা বুঝাতে ব্যর্থ হয়েছি'

মেহজাবিন চৌধুরী

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১০ মার্চ ২০২২ | ০৬:২০ | আপডেট: ১০ মার্চ ২০২২ | ০৭:৩৯

বিশ্ব নারী দিবস উপলক্ষে আশফাক নিপুণের বানানো 'সাবরিনা' ওয়েব সিরিজের টিজার প্রকাশের অনুষ্ঠানে অভিনেত্রী মেহজাবিন বলেছিলেন, ‘আমার কাছে মনে হয়, আমাদের মতো পরিশ্রমী শিল্পী হয়তো পৃথিবীর কোথাও নেই। হলিউডের শিল্পীদেরও আমরা চ্যালেঞ্জ করতে পারি।’

মূলত টানা কাজ করতে গিয়ে অনেক সময় বিশ্রামেরও খুব একটা সময় পান না আমাদের দেশের শিল্পীরা। তাই সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে কথাগুলো বলেন নাটকের জনপ্রিয় এই অভিনেত্রী। 

সাংবাদিকের প্রশ্ন ছিলো এই যে একটি নাটকের কাজ শেষ করেই আরেকটিতে যান, এতে চরিত্রে কিভাবে প্রবেশ করেন? এই প্রশ্নের উত্তরেই মেহজাবিন বলেন ‘শুধু আমি নই, প্রত্যেক শিল্পীকে দুই-তিন দিনে একটি নাটকের কাজ করে পরের দিন আরেকটির শুটিংয়ে যেতে হয়। এত কম সময়ে একটি চরিত্র থেকে আরেকটি চরিত্র ধারণ করার কষ্টটা আমরা যারা শিল্পী, তারাই শুধু বুঝি।’

উত্তরে শুধু নিজের নয় সকল শিল্পীদের পরিশ্রমের বিষয়টি ফুটিয়ে  তুলতেই 'পরিশ্রমের দিক থেকে আমরা হলিউডের শিল্পীদেরও চ্যালেঞ্জ করতে পারি' কথাটি বলেছিলেন মেহজাবিন

এই কথাটির জন্য বিব্রতকর পরিস্থিতির মুখে পড়লেন এই অভিনেত্রী। গণমাধ্যমে কথাটি প্রকাশের পরই যেভাবে পারে এটা নিয়ে ট্রল শুরু করে দেয়। নেতিবাচক মন্তব্য করতে থাকে খোদ মিডিয়ার লোকজনেরাও। তাদের মতে মেহজাবিন বেশি বলে ফেলেছেন। 

তবে সমালোচনার  বিপরীতে কেউ কেউ মেহজাবিনের পক্ষেও ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। জানিয়েছেন, মেহজাবিন নিজেদের পরিশ্রমের বিষয়টি তুলে ধরার চেষ্টা করছেন। এটা নেতিবাচকভাবে উপস্থাপনা করে ট্রল যারা করছেন তারা না বুঝেই করছেন।

মন্তব্য নিয়ে ট্রল ও সমালোচনা হওয়ার পর কি ভাবছেন মেহজাবিন? জানার জন্য এই অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করলে বিনয়ের সঙ্গে উত্তর দিলেন তিনি। বললেন, 'বিষয়টি নিয়ে আমার নিজেরই খারাপ লাগছে। আমি যা বুঝাতে চেয়েছি হয়তো বুঝাতে ব্যর্থ হয়েছি।' 

মেহজাবিন বলেন,আমি কথার কথা হিসেবে হলিউডের প্রসঙ্গটি টেনে এনেছি। আমি তো আর বলিনি যে হলিউডের চাইতে আমরা বেটার পারি। এটাকে নিয়ে যারা নিজের মতো ভেবে ট্রল করছেন তাদের নিয়ে  আমার কিছু বলার নেই।

মেহ্‌জাবিন আরও বলেন, ‘আমাদের কাজের স্বপ্নটা আরও বড় হওয়া উচিত। তাহলে বর্তমানে যাঁরা আছেন, তারা কিছু না করতে পারলেও আমাদের আগামী প্রজন্ম অনেক কিছুই করে দেখাবে।’

'সাবরিনা' নামে একটি ওয়েব সিরিজে নাম ভূমিকায অভিনয় করছেন মেহজাবিন। এর মাধ্যমে প্রথম কোনো ওয়েব সিরিজে কাজ করলেন এই অভিনেত্রী। আগামী ১৭ মার্চ  হইচইয়ে ‘সাবরিনা’ মুক্তি পেতে যাচ্ছে ।

আরও পড়ুন

×