ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ওয়েব সিরিজে আফসানা মিমি

ওয়েব সিরিজে আফসানা মিমি

আনন্দ প্রতিদিন প্রতিবেদক

প্রকাশ: ১৭ মার্চ ২০২২ | ১২:০০ | আপডেট: ১৮ মার্চ ২০২২ | ০১:০৬

প্রথমবার ওয়েব সিরিজে অভিষেক হয়েছে তারকা অভিনেত্রী আফসানা মিমির। তিনি অভিনয় করেছেন 'নিখোঁজ' সিরিজে। ছয় পর্বের তারকাবহুল এই ওয়েব সিরিজ পরিচালনা করেছেন রিহান রহমান। সিরিজের গল্পে দেখা যাবে, এক ছুটির দিনে ফারুক আহমেদ তার পরিবারের সঙ্গে দুপুরে খেতে বসেছেন। পরে নিখোঁজ হন ফারুক আহমেদ।

হতবাক হয়ে যায় পুরো পরিবার ও প্রতিবেশীরা। ফারুক আহমেদের মেয়ে সাফিয়া তার নিখোঁজ বাবাকে খুঁজতে থাকে। তার নিখোঁজ হওয়ার দুই দশক কেটে গেলেও সেই ঘটনার আড়ালে ঘটতে থাকে আরও অনেক ঘটনা। দিন, সপ্তাহ, মাস, বছর যায়। ফারুক আহমেদকে কি খুঁজে পাওয়া যাবে না? এমনই এক গল্প নিয়ে তৈরি হয়েছে ওয়েব সিরিজ 'নিখোঁজ'। আফসানা মিমি বলেন, 'ওয়েব সিরিজটির গল্প অসাধারণ।

গল্পে রয়েছে সমসাময়িক মানবিক সংকট, যা আমার ভালো লেগেছে। এ কাজ দিয়েই প্রথমবার ওয়েবের ভুবনে প্রবেশ করেছি। ফ্যামিলি ড্রামা ও থ্রিলার ঘরানার সিরিজটি দর্শকদেরও ভালো লাগবে বলে আশা করছি।' আফসানা মিমি ছাড়াও সিরিজে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, ইন্তেখাব দিনার, অর্চিতা স্পর্শিয়া, শ্যামল মাওলা, খায়রুল বাসার প্রমুখ। গতকাল রাতে চরকিতে প্রকাশ হয়েছে এ ওয়েব সিরিজটি।

আরও পড়ুন

×