ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

দক্ষিণী ছবিতে প্রথমবার অভিনয় সালমানের

দক্ষিণী ছবিতে প্রথমবার অভিনয় সালমানের

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ মার্চ ২০২২ | ০৪:১৬ | আপডেট: ২০ মার্চ ২০২২ | ০৪:২৮

প্রথমবারের মতো দক্ষিণী ছবিতে অভিনয় করছে বলিউড সুপারস্টার সালমান খান। দক্ষিণী জনপ্রিয় অভিনেতা চিরঞ্জীবী কোনিডেলার সঙ্গে এই ছবিতে অভিনয় করছেন তিনি। ছবির নাম, ‘গডফাদার’। ইতিমধ্যে চিরঞ্জীবী টুইট করে স্বাগত জানিয়েছেন সালমানকে।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, চিরঞ্জীবী লিখেছেন, ‘গডফাদারে আপনাকে স্বাগত জানাই সালমন। আপনি আসার পর সবাই খুব উত্তেজিত। আপনার সঙ্গে পর্দায় কাজ করার জন্য মুখিয়ে আছি। খুবই খুশি আমি। দর্শকেরও আনন্দ পাবেন।’লেখার সঙ্গে সালমানের সঙ্গে একটি ছবিও পোস্ট করেছেন দক্ষিণী এই তারকা।

শুধু দক্ষিণী ছবিতে অভিনয় করেও চমক সৃষ্টি করেননি সালমান।  এই ছবিতে কোনো পারশ্রিমিক না নেওয়ার ঘোষণা দিয়েও তিনি অবাক করেছেন সবাইকে।  ‘গডফাদার’ ছবির নির্মাতাদের সালমান জানিয়েছেন, এই ছবির জন্য তিনি একটি টাকাও পারিশ্রমিক নেবেন না। অথচ বলিউডের এক একটি ছবির জন্য ১০০ কোটি টাকা পারিশ্রমিক নেন সালমান।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে,  ছবির নির্মাতারা সালমানকে বিরাট অঙ্কের পারিশ্রমিক দেবেন বলে স্থির করেছিলেন। কিন্তু চিরঞ্জীবীর প্রতি শ্রদ্ধা এবং ভালবাসার খাতিরে সালমান কোনও টাকা নিতে চাননি। সালমান নাকি বলেছেন, ‘আমি এই ছবিতে অভিনয় করতে রাজি। কিন্তু একটি শর্তে। আপনারা আমায় কোনও টাকা দেবেন না।'

ইতিমধ্যেই শুরু হয়েছে ছবির কাজ। এক সপ্তাহ ধরে সালমান এবং চিরঞ্জীবী শুটিং করবেন বলে জানা  গেছে।


আরও পড়ুন

×