একমঞ্চে অপি করিমসহ চার তারকার পরিবেশনা

বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৬ মার্চ ২০২২ | ০৬:১৯ | আপডেট: ২৬ মার্চ ২০২২ | ০৬:২০
চার জনই টিভি নাটকের জনপ্রিয় মুখ। কিন্তু টিভি নাটকের বাইরেও তাদের বড় পরিচয় তারা থিয়েটারকর্মী। তবে মঞ্চ নাটকে তাদের একসঙ্গে দেখা যায়নি কখনও। এবার যাচ্ছে। তারা হচ্ছেন অপি করিম, অপর্ণা ঘোষ, ইন্তেখাব দিনার ও শতাব্দী ওয়াদুদ।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের অংশ হিসেবে পাঁচ দিনব্যাপী 'জয় বাংলার জয়োৎসব' কর্মসূচি চলছে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। আগামীকাল সন্ধ্যায় ওই উৎসবে কোরিওগ্রাফি, থ্রিয়েট্রিক্যাল ও ড্যান্সনির্ভর একটি পরিবেশনায় ধারা বর্ণনা করবেন ওই চার অভিনেতা।
দেড় ঘণ্টার এই আয়োজনে তাদের সঙ্গে আরও থাকবেন পারফর্ম করবেন কিছু নাট্যকর্মী। পাশাপাশি থাকবে নৃত্যশিল্পী শিবলী মোহাম্মদ ও শামীম আরা নিপার একটি পরিবেশনা।
মাসুম রেজার রচনায় প্রযোজনাটির নির্দেশনা দেবেন রেজা আরিফ। এ প্রসঙ্গে মাসুম রেজা বলেন, 'অনেক বিষয়ের সমাহার রয়েছে কোরিওগ্রাফি, থ্রিয়েট্রিক্যাল ও ড্যান্স নিয়ে এ আয়োজনটিতে। ফলে অনেক পড়াশোনা ও তথ্য সংগ্রহ করতে হয়েছে। লেখার প্রায় সব ধরনের বিষয় এখানে এসেছে। এখানে বাংলাদেশের উত্থানকে তুলে ধরা হয়েছে। প্রযোজনটি দর্শকের মন কাড়াবে- এ আশা করাই যায়। '
১৯৭১ সালের ২৫ মার্চ গণহত্যার ওপর নির্মিত তথ্য ও প্রামাণ্যচিত্র 'সেই রাতের কথা বলতে এসেছি' দিয়ে এ জয়োৎসব শুরু হয় গত শুক্রবার সন্ধ্যায়। পাঁচ দিনব্যাপী এ কর্মসূচির মধ্য দিয়ে একই সঙ্গে জাতীয় গণহত্যা দিবস, স্বাধীনতা ও জাতীয় দিবসও পালন করা হয়। পঞ্চম দিনের সমাপনী কর্মসূচি থাকছে হাতিরঝিলে। আয়োজনটির প্রযোজনা করছে গ্রে অ্যাডভারটাইজিং।