ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

বঙ্গবন্ধুর আত্মজীবনী নিয়ে ছবিটি নির্মিত হচ্ছে

বঙ্গবন্ধুর আত্মজীবনী নিয়ে ছবিটি নির্মিত হচ্ছে

আহমেদ রুবেল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২০ | ২২:৪২

আহমেদ রুবেল। অভিনেতা। সম্প্রতি 'চিরঞ্জীব মুজিব' নামে একটি ছবিতে অভিনয় করেছেন তিনি। জুয়েল মাহমুদ পরিচালিত এ ছবি ও অন্যান্য প্রসঙ্গে কথা হলো তার সঙ্গে-

'চিরঞ্জীব মুজিব' চলচ্চিত্রে কাজের অভিজ্ঞতা কেমন ছিল?

বঙ্গবন্ধুর আত্মজীবনী থেকে ছবিটি নির্মিত হয়েছে। ১৯৪৭ থেকে ১৯৫২- এ সময়কাল নিয়ে এর গল্প। আগে বঙ্গবন্ধুর আত্মজীবনী নিয়ে কোনো কাজ হয়নি। সে রকম একটি কাজ করা অবশ্যই চ্যালেঞ্জিং। বঙ্গবন্ধু আমাদের এক অনুভূতির নাম। তার জীবনীর ছবিতে অভিনয় করা অন্যরকম এক ব্যাপার। বঙ্গবন্ধু যখন মারা যান, আমি তখন তৃতীয় শ্রেণিতে পড়ি। তাকে যতটুকু দেখেছি, তার চরিত্রে অভিনয় আমার জন্য বড়ই দুঃসাহস। চেষ্টা করছি।

অভিনয়ের জন্য প্রস্তুতি কেমন ছিল?

আমি ব্যক্তিগতভাবে বঙ্গবন্ধুর সমর্থক। নতুন করে তার আত্মজীবনী পড়তে গিয়ে অনেক কিছু জানতে পেরেছি। আত্মজীবনীতে যে রকম বর্ণনা আছে, তা চরিত্রে ধারণ করেছি। তার অনুজ ও অগ্রজ, যারা ছিলেন তাদের কথা ও তিনি কী করে একটি রাজনৈতিক দল গঠন করলেন, তা বিস্তারিত লেখা রয়েছে। এ ছাড়া নানা পারিপার্শ্বিকতা থেকে অনেক কিছু আবিস্কার করেছি।

ভারতীয় নির্মাতা শ্যাম বেনেগালের ছবিতে 'বঙ্গবন্ধু' চরিত্রে আপনার অভিনয়ের কথা শোনা যাচ্ছে?

এটা এখনও চূড়ান্ত হয়নি। বাংলাদেশের অনেক শিল্পী চরিত্রটির জন্য অডিশন দিয়েছেন। তাদের মধ্যে আমিও ছিলাম। বড় একটি প্রেক্ষাপট নিয়ে এ ছবিটি নির্মিত হবে।

সম্প্রতি ওয়েব সিরিজ 'ফেলুদা- নয়ন রহস্য' মুক্তি পেয়েছে। কতটা সাড়া পেলেন?

বেশ ভালো। সিরিজটি দেখে দর্শক তাদের ভালো লাগার কথা জানিয়েছেন। সত্যজিৎ রায়ের অমর সৃষ্টি 'ফেলুদা' সব মহলেই জনপ্রিয়। সর্বোপরি মানুষের আবেগের মধ্যে মিশে আছে চরিত্রটি। বাংলাদেশে প্রথমবারের মতো ফেলুদা চরিত্রে আমি অভিনয় করছি। এটা বেশ চ্যালেঞ্জিং ছিল। চরিত্রটি ফুটিয়ে তুলতে কষ্টও করেছি। যখন দর্শক এটি দেখেছেন, তখন কষ্ট সার্থক হয়েছে।

অভিনয় কমিয়ে দিয়েছেন। এর কারণ কী?

হ্যাঁ, এটি সত্যি যে আড়াই বছর ধরে অভিনয়ে অনিয়মিত। পারিবারিক কিছু সমস্যার কারণেই এ বিরতি। আর অভিনয়ে ব্যস্ত হওয়ার মতো পরিবেশও পাচ্ছিলাম না। গতানুগতিক কাজে মন সায় দিচ্ছিল না। এ কারণে অভিনয়েও কিছুটা আগ্রহ হারিয়ে ফেলেছি।

হাতে দুটি ছবি ছিল। কাজ কতদূর এগোল?

আহমেদ ছফার উপন্যাস নিয়ে নির্মিত 'অলাতচক্র' ও নুরুল আলম আতিকের 'পেয়ারার সুবাস' ছবির কাজ শেষ করেছি। দুটি ছবিতেই আমাকে ব্যতিক্রমী চরিত্রে দেখা যাবে। ছবিতে অনেক নতুন নতুন বিষয় উঠে এসেছে।

টিভি নাটকের বর্তমান অবস্থা আপনার কেমন মনে হয়।

শিল্পীর সংখ্যা বেড়েছে। আয়-ব্যয় হচ্ছে। বছরে হিসাব করলে দেখা যায়, ১০টি মনে রাখার মতো ভালো নাটকও খুঁজে পাওয়া যাবে না। অথচ ২০ বছর আগের নাটকের কথা এখনও মানুষের মুখে ফেরে। নাটকের গল্প হারিয়ে গেছে।

আরও পড়ুন

×