ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

সন্তানদের আয়োজনে তিন কন্যার অন্যরকম ঈদ

সন্তানদের আয়োজনে তিন কন্যার অন্যরকম ঈদ

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৬ মে ২০২২ | ০২:৪৭ | আপডেট: ০৮ মে ২০২২ | ০৫:৩৮

বিগত কয়েক বছরের ঈদের চেয়ে এবারের ঈদটা বেশ স্পেশাল গেলো বরেণ্য তিন অভিনেত্রী সূচনা, ববিতা ও চম্পার। দীর্ঘদিন পর একসঙ্গে ঈদ করলেন তারা। কাটালেন দারুণ কিছু মুহুর্ত। 

যদিও এবারে ঈদে যে তিনকন্যা একসঙ্গে হবেন তা আগেই জানিয়েছিলেন ঈদের পরদিন তারাএকসঙ্গে তিন বোন দেখা করবেন। সুচন্দার ছোট মেয়ে লিসার বনানীর বাসায় হবে তাদেরর পারিবারিক পুনর্মিলনী। কথা অনুযায়ী হলোও তা। 

ঈদের ববিতা বললেন, দীর্ঘদিন পর একসঙ্গে পরিবারের অধিকাংশ সদস্যকে নিয়ে ঈদ উদযাপন করলাম আমরা; যা ছিল দারুণ আনন্দের।'


পর্দায় এই তিনকন্যা দেশের মধ্যে কোথাও গেলে সাধারণত একসঙ্গেই যান।  কিন্তু গেল দুই বছর ছিল ব্যতিক্রম। করোনায় কারোরই ঈদে দেখা হওয়ার সুযোগ ছিল না। তারও আগের তিন বছর নানা কারণে ঈদে এক হওয়া হয়নি। একজন দেশে থাকলে বাকি দুজন হয়তো দেশের বাইরে। 

সুচন্দা বললেন, ‘দেখা যায় ববিতা ছেলের কাছে যায়, চম্পা তার হাজবেন্ডের সঙ্গে বাইরে যায়, এ রকম করে হয়নি।’ তবে তিন বোনই এবার দেশে ছিলেন। ‘জামাই, নাতি–নাতনি সবাই ছিল। অস্ট্রেলিয়ায় আমার একটা ভাই থাকে, তার স্ত্রীও আসছিল।’ অবশ্য নিজেদের কারোর বাসায় নয়, তাঁরা এক হন বড় বোন সুচন্দার মেয়ের বনানীর বাসায়। দুপুরের আগে একে একে এসে পৌঁছান তিন বোন; হাসি, আনন্দ ও আড্ডায় কখন যে গভীর রাত হয়ে যায়, টেরও পাননি তাঁরা। রাত দেড়টায় একে একে সুচন্দার মেয়ে রাফাইয়াত মালিক লিসার ডিওএইচএসের বাসা ছাড়েন তারা।

এবার তিন বোন তাদের পরিবার নিয়ে মনে রাখার মতো সময় কাটিয়েছেন বলে জানালেন ববিতা। বললেন, আমরা ৩০-৩৫ জন নিজেদের পরিবারের সদস্য ছিলাম এই আড্ডায়। লিসার কয়েকজন বন্ধুও এসেছিল। 

আরও পড়ুন

×