ঐশ্বরিয়ার মা হওয়ার গুঞ্জন

আনন্দ প্রতিদিন ডেস্ক
প্রকাশ: ২২ মে ২০২২ | ১২:০০ | আপডেট: ২৩ মে ২০২২ | ০১:৫৬
'আবার মা হতে চলেছেন ঐশ্বরিয়া'- বলিউডের বাতাসে এখন এই গুঞ্জনই ভেসে বেড়াচ্ছে। যদিও এই খবর সত্যি কিনা- তার প্রমাণ এখনও মেলেনি। তারপরও নেটিজেনদের গুঞ্জন থেমে নেই। কান চলচ্চিত্র উৎসবে যাওয়ার পর থেকেই নতুন করে শুরু হয়েছে ঐশ্বরিয়ার মা হওয়ার গুঞ্জন। প্রতি বছরই এই উৎসবে তাকে দেখা যায় নিত্যনতুন সাজ-পোশাকে। কোনোবার নজরকাড়া গাউনে, কখনও বেগুনি লিপস্পিকে, কখনও বা গয়নার কায়দায় রীতিমতো চর্চায় থাকেন সাবেক এই বিশ্বসুন্দরী। কিন্তু এবার ফ্যাশন সচেতন অনুরাগীদের চোখে অদ্ভুত লেগেছে ঐশ্বরিয়ার সাজ।
এর সূত্র ধরেই ছড়িয়ে যাচ্ছে মা হওয়ার গুঞ্জন। কারণ রেড কার্পেটে এই বিশ্বসুন্দরীকে দেখে অনেকে বলছিলেন, তিনি দ্বিতীয়বার মা হতে চলেছেন হয়তো, এবারের পোশাক দেখে সেটাই স্পষ্ট হয়ে উঠেছে। এরপর গুঞ্জন আরও বেড়েছে স্ব্বামী অভিষেক বচ্চন এবং মেয়ে আরাধ্যর সঙ্গে মুম্বাইয়ে ফেরার পর। কারণ ফেরার পথে তিনি পড়েছিলেন ঢিলেঢালা কালো টপ, তার ওপরে প্রায় আলখাল্লার ধাঁচে লম্বা ঝুলের জ্যাকেট। গরমের এই মৌসুমে এমন পোশাকের কারণ কী? এ প্রশ্নই জোরালো হয়ে উঠেছে নেটিজেনদের মাঝে। কিন্তু এত আলোচনার পরও এ নিয়ে এখনও মুখ খোলেননি ঐশ্বরিয়া।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো তাই বিষয়টিকে গুঞ্জন হিসেবেই তুলে ধরেছে।
- বিষয় :
- ঐশ্বরিয়া রায়
- বলিউড
- মা হওয়ার গুঞ্জন