ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

মোস্তফা সরয়ার ফারুকী সিডনি চলচ্চিত্র উৎসবের বিচারক

মোস্তফা সরয়ার ফারুকী সিডনি চলচ্চিত্র উৎসবের বিচারক

মোস্তফা সরয়ার ফারুকী

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ৩১ মে ২০২২ | ০৩:২৪ | আপডেট: ৩১ মে ২০২২ | ০৩:২৮

বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী 'সিডনি চলচ্চিত্র উৎসব (এসএফএফ) ২০২২' এর প্রতিযোগিতা পর্বের জুরি বোর্ডের বিচারকের দায়িত্ব পালন করবেন। এই বিভাগের বিচারক হয়ে প্রতিযোগিতা বিভাগের ১২টি সিনেমার মধ্যে থেকে একটিকে পুরস্কার দেয়ার জন্য চূড়ান্ত করবেন তিনি।

এবছর ৮ জুন শুরু হয়ে আগামী ১৯ জুন পর্যন্ত চলবে সিডনি চলচ্চিত্র উৎসব। স্বনামধন্য এই বাৎসরিক উৎসবে সাহসী ও অত্যাধুনিক চলচ্চিত্রগুলোকে সম্মাননা দেওয়া হয়।

মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গে অন্য জুরিরা হলেন অভিনেতা/পরিচালক ডেভিড ওয়েনহাম (অস্ট্রেলিয়া); যিনি একই সাথে জুরি সভাপতিও, বাফটা মনোনীত লেখক ও পরিচালক জেনিফার পিডম (অস্ট্রেলিয়া), বার্লিন গোল্ডেন বিয়ার বিজয়ী লেখক-পরিচালক-প্রযোজক সেমিহ কাপলানোলু (তুরস্ক) এবং কাওয়াকিতা মেমোরিয়াল ফিল্ম ইনস্টিটিউট, টোকিওর কাওয়াকিতা মেমোরিয়াল ফিল্ম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ইউকা সাকানো (জাপান)।

আগামী ১৯ জুন স্টেট থিয়েটারে উৎসবের পর্দা নামবে। সিডনি চলচ্চিত্র পুরস্কার বিজয়ীর নামও শেষ দিনেই ঘোষণা করা হবে। গত বছর সিডনি চলচ্চিত্র পুরস্কার জিতেছিল ইরানি চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ রসুলফের ছবি 'দেয়ার ইজ নো ইভিল'।  


আরও পড়ুন

×