ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

বাউল গানের সিরিজ তৈরি করছি: সালমা

বাউল গানের সিরিজ তৈরি করছি: সালমা

সালমা

আনন্দ প্রতিদিন প্রতিবেদক

প্রকাশ: ০৯ জুন ২০২২ | ১২:০০ | আপডেট: ০৯ জুন ২০২২ | ২৩:১৮

সালমা। তারকা কণ্ঠশিল্পী। সম্প্রতি পদ্মা সেতু নিয়ে লেখা একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। নতুন এই গান, এ সময়ের ব্যস্ততা ও অন্যান্য প্রসঙ্গে কথা হয় তাঁর সঙ্গে-

আজকাল টিভি আয়োজন, স্টেজ শোর চেয়ে গান রেকর্ডিং নিয়েই ব্যস্ত থাকতে দেখা যাচ্ছে, কারণ কী?

হাতেগোনা কিছু করপোরেট শো ছাড়া এখন তো সেভাবে ওপেন এয়ার কনসার্ট হচ্ছে না। তাই নতুন গানের রেকর্ডিং নিয়ে ব্যস্ত হয়ে উঠেছি। এর মধ্যে দুটি গান রেকর্ড করলাম, যার একটি পদ্মা সেতু নিয়ে লেখা। 'সাবাস বাংলাদেশ সাবাস বাংলাদেশ' শিরোনামের এই গানের কথা লেখার পাশাপাশি সুর করেছেন শাহ আলম সরকার। সংগীতায়োজন করেছেন রোহান রাজ। দ্বিতীয়টি 'তোরে ছাড়া বাঁচার ইচ্ছা নাই' একটি রোমান্টিক গান। দেলোয়ার আরজুদা শরফের লেখা এই গানে সুর করেছেন রেজওয়ান শেখ। এই গানে আমার সহশিল্পী হিসেবে কণ্ঠ দিয়েছেন রুবেল রাজ। এর বাইরেও আরও কিছু গানের কাজ চলছে, যেগুলো একে একে রেকর্ড করা হবে।

নতুন শিল্পীদের সঙ্গে একের পর এক দ্বৈত গান গাইছেন। নতুনদের এত প্রাধান্যের কারণ?

নতুনদের জন্য কাউকে না কাউকে সুযোগ দিতে হবে। আমিও একসময় নতুন ছিলাম। গুণী শিল্পীদের সহযোগিতা পেয়েছি বলেই আজকের এ অবস্থানে আসতে পেরেছি। এ জন্য নতুনদের কেউ যখন আমার সঙ্গে কাজ করতে চান, তখন চেষ্টা করি তাঁদের পাশে থাকার। ভালো লাগা এখানেই যে, এখন পর্যন্ত যাঁদের সঙ্গে দ্বৈত গান করেছি, সেই নতুনদের অনেকে গানের ভুবনে সম্ভাবনার ছাপ রেখেতে পেরেছেন।

গানের প্রযোজনা নিয়ে কিছু ভাবছেন?

প্রযোজক বলতে যা বোঝায়, আমি আসলে তা নই। এটা ঠিক যে, অনেক শিল্পীর মতো আমারও নিজস্ব চ্যানেল আছে। সেই চ্যানেলে মাঝে মাঝে নিজের গান প্রকাশ করি। কিন্তু সেসব গান প্রকাশে পেশাদারি বিষয়টা বড় করে দেখা হয় না। নিজের ভালো লাগা কিছু কাজ দর্শক-শ্রোতার কাছে শেয়ার করার জন্যই এই চ্যানেল।

ফোক গান নিয়ে ধারাবাহিক আয়োজনের কথা বলেছিলেন, কাজ শুরু করেছেন?

বাউল গানের সিরিজ তৈরি করছি অনেক দিন ধরে। কিন্তু কাজ শেষ করতে পারিনি। গান যেহেতু পেশা, তাই মৌলিক গানের রেকর্ডিং থেকে শুরু করে টিভি ও স্টেজ শোতে অংশ নিতেই হচ্ছে। এ ছাড়া পরিবারের জন্যও হাতে কিছুটা সময় রাখতে হয়। এভাবে একা সবদিক সামলানো কঠিন। তাই যখন একটু অবসর পাই, তখনই বাউল গানের আয়োজন নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। এভাবে একটু একটু করে কাজ এগোচ্ছে। আশা করছি, আগামী বছর বাউল গানের সিরিজটি প্রকাশ করতে পারব।

আরও পড়ুন

×