ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ঈদে তারকাবহুল 'পাঁচ ফোড়ন'

ঈদে তারকাবহুল 'পাঁচ ফোড়ন'

জুয়েল মোর্শেদ ও সালমা

আনন্দ প্রতিদিন প্রতিবেদক

প্রকাশ: ০৪ জুলাই ২০২২ | ১২:০০ | আপডেট: ০৫ জুলাই ২০২২ | ০০:১৪

ঈদ এবং এটিএন বাংলা চ্যানেলের ২৫ বছর পূর্তি উপলক্ষে নির্মিত হলো ম্যাগাজিন অনুষ্ঠান 'পাঁচ ফোড়ন' নতুন পর্ব। আয়োজকরা জানান, তারকাবহুল নানা আয়োজনে সাজানো হয়েছে এবারের পর্ব। এতে থাকছেন রবি চৌধুরী ও প্রয়াত শিল্পী সাবাতানির গাওয়া ম্যাগাজিন অনুষ্ঠান 'ইত্যাদি'র জনপ্রিয় একটি গান নতুন চিত্রায়ণ। পাশাপাশি থাকছে শিল্পী সালমা, প্রতীক হাসান, জুয়েল মোর্শেদের গাওয়া দুটি গানসহ কোরবানির ঈদ নিয়ে তৈরি করা মজার আরেকটি গান।

এছাড়াও ব্যতিক্রমী প্রতিবেদনের পাশাপাশি থাকছে সমসাময়িক নানা বিষয় নিয়ে রসাত্মক নাট্যাংশ।

এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সোলায়মান খোকা, লাভলী ইয়াসমিন, আবদুল আজিজ, জিল্লুর রহমান, আমিন আজাদ, জামিল হোসেন, গুলশান আরা, তারিক স্বপন প্রমুখ। ফাগুন অডিওভিশন নির্মিত এ অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন মীর সাব্বির ও কুসুম শিকদার। আগামী ১৫ জুলাই রাত সাড়ে ১০টায় এটিএন বাংলায় প্রচার হবে অনুষ্ঠানটি।

আরও পড়ুন

×