ঢাকার শিল্পীর মিউজিক ভিডিওতে কলকাতার নায়িকা পূজা

পূজা ব্যানার্জি ও মডেল নিবির
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২২ জুলাই ২০২২ | ০১:১৯ | আপডেট: ২২ জুলাই ২০২২ | ০১:২০
বাংলাদেশের কণ্ঠশিল্পী হাসিবের গানে মডেল হয়েছেন টলিউডের নায়িকা পূজা ব্যানার্জি। ‘চলকে রাতকে করি ভোর, আমি হয়ে গেছি তোর’-এমন কথার রোমান্টিক গানটির ভিডিওতে বাংলাদেশি সুপারমডেল নিবিরও রয়েছেন।
গানটির কথা, সুর ও সংগীতায়োজন তাপসের। সম্প্রতি টিমএক রেকর্ডের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে গানটি।
গানটি নিয়ে হাসিব বলেন, 'আমার শুরুটা যেহেতু ব্যান্ড থেকে এ গানটা আমার জনরার সঙ্গে খুব যায়। এরকম একটা ফাঙ্কি পপ গান পেয়েছি তাই অন্যরকম ভালো লাগা ও প্রত্যাশা কাজ করছে।'
গানের মিউজিক ভিডিও প্রযোজনা ও এর স্টাইলিং করেছেন ফারজানা মুন্নী।
টিম রেকর্ডস মূলত বাংলাদেশের প্রতিষ্ঠান। নিয়মিত বাংলাদেশের শিল্পীদের নিয়ে গান প্রকাশ করছে। তবে প্রতিষ্ঠানটির ব্যানারে প্রকাশিত হওয়া গানগুলো দেশের শিল্পী থাকলেও কোটি টাকা খরচ করে গানের মডেল আনা হচ্ছে বিদেশ থেকে।
- বিষয় :
- পূজা ব্যানার্জি
- কলকাতার নায়িকা
- বিনোদন