ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

যুক্তরাজ্যে পিয়ার 'ছিটমহল'

যুক্তরাজ্যে পিয়ার 'ছিটমহল'

'ছিটমহল' চলচ্চিত্রের দৃশ্যে পিয়া

আনন্দ প্রতিদিন প্রতিবেদক

প্রকাশ: ২৪ জুলাই ২০২২ | ১২:০০

জান্নাতুল ফেরদৌস পিয়া অভিনীত সিনেমা 'ছিটমহল' ইংল্যান্ডের লিফটপ গ্লোবাল নেটওয়ার্ক আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে টপ ফাইভে স্থান করে নিয়েছে। জানা গেছে, গত ৪ জুলাই থেকে উৎসবে আসা সিনেমার ভোটিং শুরু হয়েছে। ২৭ জুলাই শেষ হবে চূড়ান্ত নির্বাচন। এরই মধ্যে 'ছিটমহল' প্রতিযোগিতার দুটি ধাপ অতিক্রম করে তৃতীয় ধাপে উঠেছে। বর্তমানে এর স্থান টপ ফাইভে। ভারত-বাংলাদেশের মধ্যে অমীমাংসিত ভূমি নিয়ে ৬৮ বছরের বঞ্চনা ও বেদনার ইতিহাসের নাম ছিটমহল; দুই দেশের ঐকান্তিক প্রচেষ্টায় যার সুরাহা হয়েছে। এ ঘটনা নিয়ে নির্মিত হয়েছে 'ছিটমহল'। এটি পরিচালনা করেছেন এইচআর হাবিব।

আরও পড়ুন

×