ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

পূজায় জুটি নিরব-পূজা

পূজায় জুটি নিরব-পূজা

পূজা চেরী ও নিরব

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০২২ | ১২:০০ | আপডেট: ২৯ জুলাই ২০২২ | ০০:৩২

প্রথমবারের মতো মডেল হিসেবে একসঙ্গে ক্যামেরার সামনে দাঁড়ালেন নিরব ও পূজা চেরী। দেশীয় ফ্যাশন ব্র্যান্ড 'বিশ্বরঙ' সপ্তম বারের মতো আয়োজন করতে যাচ্ছে অনলাইন রিয়েলিটি শো 'শারদ সাজে বিশ্বরঙ'। এ আয়োজনে মডেল হিসেবে অংশ নিয়েছেন তাঁরা।

এ নিয়ে নিরব বলেন, 'আগেও বেশ কয়েকবার বিশ্বরঙের মডেল হিসেবে কাজ করেছি। কিন্তু পূজার সঙ্গে এবারই প্রথম মডেল হিসেবে ক্যামেরার সামনে দাঁড়ানো। আশা করছি, বিশ্বরঙের ধারাবাহিক এই আয়োজন এবারও সাড়া ফেলবে।' পূজা বলেন, 'নিরব ও আমি একই অঙ্গনের মানুষ হলেও এই প্রথম মডেল হিসেবে একসঙ্গে কাজ করা। তাঁর সঙ্গে কাজের অভিজ্ঞতাও ছিল দারুণ।'

বিশ্বরঙের কর্ণধার বিপ্লব সাহা জানান, সপ্তম 'শারদ সাজে বিশ্বরঙ' রিয়েলিটি শো থেকে এবার সেরা 'দাদা ও দিদি' নির্বাচন করা হবে। দেশের যে কোনো ধর্ম ও বয়সের ছেলে-মেয়েরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। এ জন্য বিশ্বরঙের শোরুম থেকে ফরম পূরণ করে জমা দিতে হবে এবং চেকইনের মাধ্যমে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। ছবি ও ভিডিও পাঠানো যাবে আগামী ১৬ আগস্ট পর্যন্ত।

আরও পড়ুন

×