'হূদিতা' হয়ে আসছেন পূজা চেরী মুক্তি ৭ অক্টোবর

আনন্দ প্রতিদিন প্রতিবেদক
প্রকাশ: ০৭ আগস্ট ২০২২ | ১২:০০ | আপডেট: ০৮ আগস্ট ২০২২ | ০১:৫০
কথাসাহিত্যিক আনিসুল হকের উপন্যাস 'হূদিতা' অবলম্বনে একই নামে সিনেমা নির্মাণ করেছেন ইস্পাহানী আরিফ জাহান। জানা গেল, সিনেমাটি আগামী ৭ অক্টোবর দেশের বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া সিনেমাটির নামভূমিকায় অভিনয় করেছেন পূজা চেরী। এতে পূজার নায়ক এ বি এম সুমন।
ছবিটি মুক্তির তথ্য নিশ্চিত করে নির্মাতা বলেন, "বর্তমানে 'দিন :দ্য ডে', 'পরাণ', 'হাওয়া' সিনেমা দেখতে দর্শক যেভাবে প্রেক্ষাগৃহে আসছেন- আশা করছি, আমাদের সিনেমা দেখতেও আসবেন। সিনেমাটিতে একটা রোমান্টিক গল্প আছে।" পূজা চেরী বলেন, 'প্রথমবারের মতো সাহিত্যনির্ভর সিনেমায় কাজ করেছি। নিজের শতভাগ দিয়ে চেষ্টা করেছি চরিত্রটি ফুটিয়ে তুলতে। ছবিটি দর্শককে নিরাশ করবে না। এতে আরও অভিনয় করেছেন মানস বন্দ্যোপাধ্যায়, সাবেরী আলম, আরজুমান আরা প্রমুখ।
- বিষয় :
- পূজা চেরী