ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

নায়করাজ রাজ্জাক আমার কাছে মহানায়ক: সুচন্দা

নায়করাজ রাজ্জাক আমার কাছে মহানায়ক: সুচন্দা

অভিনেত্রী সুচন্দা

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২১ আগস্ট ২০২২ | ০২:১৮ | আপডেট: ২১ আগস্ট ২০২২ | ০২:২২

বরেণ্য অভিনেতা নায়করাজ রাজ্জাক না ফেরার দেশে চলে গেছেন আজকের এই দিনে। আজ তাঁর পঞ্চম মৃত্যুবার্ষিকী। তাঁর অভিনীত চলচ্চিত্র কয়েক প্রজন্মের বেড়ে ওঠার সঙ্গী। এই অভিনেতাকে নিয়ে কথা বলেছেন তাঁর দীর্ঘদিনের  সহকর্মী সুচন্দা।

লোককাহিনি নিয়ে জহির রায়হান 'বেহুলা' ছবিটি নির্মাণ করেছিলেন। এতে কাজের সুবাদে নায়ক রাজ্জাক ভাইয়ের সঙ্গে পরিচয়। ছবির প্রি-প্রোডাকশনের কাজ চলছিল অনেক দিন। একদিন রাজ্জাক জহির রায়হানের সঙ্গে দেখা করতে মোহাম্মদপুর এলেন। ওই সময় আমার পোশাকের মাপজোখ চলছিল। হঠাৎ দেখলাম, একজন সুদর্শন ছেলে বেঞ্চের ওপর বসে আছে।

জহির রায়হান তাঁর পিঠের ওপর আদর করে চড় মেরে বললেন, আপনাকে হিরো বানিয়ে দিলাম। আমাকে দেখিয়ে বললেন, আপনার নায়িকা 'বেহুলা'। আপনি হবেন লখিন্দর। জহির রায়হানের ছবির নায়ক হবেন ভেবে রাজ্জাককে তখন খুব আনন্দিত মনে হলো। পায়ে হাত দিয়ে সালাম করলেন নির্মাতাকে। 

জহির রায়হানের সুনিপুণ হাতের ছোঁয়ায় অসাধারণ লখিন্দর হয়ে দর্শকের সামনে উপস্থিত হলেন রাজ্জাক। তাঁর বিপরীতে আমি সুন্দরী বেহুলা চরিত্রে অভিনয় করেছি। ছবিটি ১৯৬৬ সালে মুক্তি পায়। সুপারহিট হয়। ছবিটি হল থেকে নামাতেই কষ্ট হয়েছিল। দেশ স্বাধীন হওয়ার আগে নির্মিত বেশিরভাগ ছবির সাফল্যে রাজ্জাক হয়ে ওঠেন চলচ্চিত্রের অপরিহার্য নায়ক।

তাঁর সঙ্গে 'আনোয়ারা', 'জীবন থেকে নেওয়া', 'মনের মতো বউ'সহ ৩০টির মতো ছবিতে অভিনয় করেছি। আমার চোখে মহানায়ক রাজ্জাক। নিষ্ঠা আর শ্রম দিয়ে মানুষের হৃদয়ে তিলে তিলে জায়গা করে নিয়েছেন তিনি। তাঁর অভিনয়শৈলী নিয়ে বলার মতো দুঃসাহস আমার নেই। সব পরিচয়েই তিনি ছিলেন অনবদ্য। সৃষ্টি দিয়েই তিনি বেঁচে থাকবেন চিরকাল। প্রিয় মানুষটির জন্য সব সময়ই দোয়া থাকবে।

আরও পড়ুন

×