টিভিতে নজরুল প্রয়াণ দিবসের নানা আয়োজন

--
প্রকাশ: ২৬ আগস্ট ২০২২ | ১২:০০ | আপডেট: ২৭ আগস্ট ২০২২ | ০১:০৪
আজ ১২ ভাদ্র, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ৪৭তম প্রয়াণ দিবস। এ উপলক্ষে কবির কালজয়ী সৃষ্টি নিয়ে বিভিন্ন চ্যানেলে থাকছে নানা আয়োজন। আয়োজনের অংশবিশেষ তুলে ধরা হলো-
বনের পাপিয়া
স্বামীর সঙ্গে নদীর পাড়ে চাঁদ দেখে ঘরে ফেরার সময় একটি পাখি উড়ে এসে বসে রমলার গায়ের ওপর। ফলে তাঁরা পাখিটিকে বাড়িতে নিয়ে যান। বাড়িতে নেওয়ার পর থেকে সারাদিন পাখিকে নিয়ে রমলা সময় পার করেন। রমলার স্বামী প্রথমে পাখিটিকে ভালোবাসলেও এক সময় তাঁর মনে হয় রমলা পাখিটিকে বেশি ভালোবাসেন। একদিন তিনি পাখিটিকে বনে ফেলে দিয়ে আসেন। অন্যদিকে পাখি না পেয়ে রমলাও রওনা করেন অজানার উদ্দেশ্যে। এটি 'বনের পাপিয়া' নাটকের গল্প। কাজী নজরুল ইসলাম রচিত ছোটগল্প 'বনের পাপিয়া' অবলম্বনে নাটকটির নাট্যরূপ দিয়েছেন খায়রুল আলম সবুজ। প্রযোজনায় শাহজামান মিয়া। অভিনয়ে খায়রুল আলম সবুজ, ফারহানা মিলি, জয়রাজ, শিরিন আলম প্রমুখ। বিটিভিতে আজ সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে প্রচার হবে নাটকটি।
তুমি আছো চিরদিন
একুশে টেলিভিশনে আজ সকাল ৭টায় প্রচার হবে অনুষ্ঠান 'তুমি আছো চিরদিন'। জাতীয় কবির গান ও কবিতা দিয়ে সাজানো হয়েছে এই আয়োজন। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করবেন কবি ও আবৃত্তিকার শিমুল মুস্তাফা। গান পরিবেশনা করবেন মুহিত খান ও মৃদুলা সমদ্দার। এতে শিল্পীদ্বয় নজরুলের 'আমি আপনার চেয়ে আপন যে জন','কথা কও কও কথা,'বধূ তোমার আমার', 'ফুলেরও জলসায় নীরব কেন কবি', চেওনা সুনয়না, নাচের নেশার ঘোর লেগেছেসহ ১০টি গান থাকবে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ইসরাফিল শাহিন। তিনি বলেন, ব্যতিক্রমী আয়োজনে সাজানো হয়েছে এই আয়োজন। এতে কাজী নজরুল ইসলামের প্রেম, বিরহের গান থাকবে।
সাম্যের গান গাই
বাংলাভিশনে আজ বিকেল ৫টা ১০ মিনিটে প্রচার হবে সংগীতানুষ্ঠান 'সাম্যের গান গাই'। এই আয়োজনে সংগীত পরিবেশন করবেন ফাতেমা তুজ জোহরা। সঞ্চালনায় শিমুল মুস্তাফা। অনুষ্ঠানে অতিথি সঞ্চালকের আলাপচারিতায় উঠে এসেছে কাজী নজরুল ইসলামের জাতীয় কবি হয়ে ওঠা; কবিতা, গল্প রচনার প্রেক্ষাপট সম্পর্কে।
রাক্ষুসী
মাছরাঙা টিভিতে আজ রাত সাড়ে ৮টায় প্রচার হবে টেলিছবি 'রাক্ষুসী'। অভিনয়ে শাহাদাৎ হোসেন, শর্মীমালা ও নাজিরা মৌ। কাজী নজরুল ইসলামের ছোটগল্প নাট্যরূপ দিয়েছেন আসাদুজ্জামান সোহাগ, পরিচালনা করেছেন রুশো রাকিব।
কেউ জানে না
এনটিভিতে আজ রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হবে এটি। কাজী নজরুল ইসলামের 'চিঠি' কবিতা অবলম্বনে নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন নাহিদ আহমেদ পিয়াল। অভিনয় করেছেন মাজনুন মিজান, কাজী রাজু, হারুনুর রশীদ, নিপা খান প্রমুখ।
আজ রাত ৭টা ৫০ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে কণ্ঠশিল্পী ফেরদৌস আরার একক সংগীতানুষ্ঠান 'তুমি সুন্দর তাই চেয়ে থাকি'। কাজী নজরুল ইসলামের শ্রোতাপ্রিয় ৪টি গান নিয়ে সাজানো এই আয়োজনটি পরিকল্পনা ও পরিচালনা করেছেন ইজাজ খান স্বপন।
'মৃত্যুঞ্জয়ী নজরুল' অনুষ্ঠানে সুকন্যা, তানভীর আলম সজীব ও প্রিয়াঙ্গা গোপ। এটিএন বাংলায় আজ রাত ১০টা ৫০ মিনিটে প্রচার হবে এটি। বিদ্রোহী কবিকে নিয়ে স্মৃতিচারণের ফাঁকে গান পরিবেশন করবেন শিল্পীরা। তানভীর আলম সজীবের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন লানা খান।
- বিষয় :
- বি কাজী নজরুল ইসলাম
- প্রয়াণ দিবস