৩ বার বিচ্ছেদ, প্রথম বিচ্ছেদে দেড় বছর ঘর হতে বের হননি প্রসেনজিৎ

অভিনেতা প্রসেনজিৎ
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২২ | ০৬:৩৭ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২২ | ০৬:৩৭
প্রসেনজিৎ। টালিউড ইন্ডাষ্ট্রিতে মুম্বাদা' নামেই পরিচিত তিনি। স্ক্রিণে-ক্যারিয়ারে প্রসেনজিৎ যতটা সফল, ব্যক্তিজীবন নিয়ে ঠিক ততটা নিরব।
আগামী ৩০ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে তার অভিনীত ‘কাছের মানুষ’ সিনেমা। এই ছবিতে তার সঙ্গে রয়েছেন জনপ্রিয় নায়ক দেব।
বর্তমানে ছবিটির প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন এই দুই অভিনেতা। এই ছবির প্রচারে এসেই নিজের তিন বিয়ে নিয়ে মুখ খুলেছেন প্রসেনজিৎ।
তিনটি বিয়ের মধ্যে প্রসেনজিতের সব থেকে চর্চিত বিয়ে অভিনেত্রী দেবশ্রী রায়ের সঙ্গে বিয়ে। খুব অল্প বয়সেই বিয়ে করেন তাঁরা। তবে সেই সম্পর্কে খুব বেশি দিন টেকেনি। তারপর আর কখনও বিয়ে করেননি দেবশ্রী রায়।
এই বিয়ে প্রসঙ্গে প্রসেনজিৎ জানাচ্ছেন, ‘আমার তিনটে বিয়ের মধ্যে প্রথম বিয়ে ছোটবেলার সম্পর্ক ভেঙে যাওয়ার পর দেড় বছর বেরোতে পারিনি বাড়ি থেকে। কিন্তু তারপর যখন বেরোলাম, পর পর নয়টা ছবি সাইন করেছিলাম।’