অভিনয় দিয়েই জ্বলে উঠেছেন তারা

বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২২ | ০৪:৩৮ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২২ | ০৭:০৫
নায়ক-নায়ক ব্যাপারে বাইরের অভিনেতাদের নিয়ে সিনেমা নির্মাণ করে ইতোমধ্যে ব্যাপক সাড়া পেতে শুরু করেছে হলিউড ও বলিউড। বৈশ্বিক সিনেমা ও ওয়েব কনটেন্টের পরিবর্তনের ধাক্কা এসে লেগেছে আমাদের দেশেও। এখন নায়ক নয়, অভিনেতাদের বেশ প্রাধান্য দেওয়া হচ্ছে সিরিজ ও সিনেমায়, যার কারণে অভিনয়শিল্পীদের ভাবনারও পরিবর্তন হয়েছে।
এখন নায়কোচিতভাবে নিজেকে উপস্থাপনে কসরত না করে মানসিকভাবে একজন চরিত্রাভিনেতা হিসেবে তৈরি করতে সময় দিচ্ছেন তাঁরা। সাম্প্রতিক সময়ে যার বেশ বড় প্রভাব পড়েছে ওটিটিতে। মূলধারার বাইরে ওয়েব সিরিজ কিংবা ওয়েব ফিল্মগুলোতে চরিত্রাভিনেতারা বিপ্লব ঘটাচ্ছেন; যা অনেকেই দেশের সিনেমার জন্য ইতিবাচক হিসেবেই দেখছেন।
সাম্প্রতিক সময়ে 'কারাগার' সিরিজের মাধ্যমে নতুন করে আলোচনায় এসেছেন ইন্তেখাব দিনার ও এফএস নাঈম। এদিকে 'স্ম্ফুলিঙ্গ' সিনেমা ও 'মহানগর'সহ একাধিক সিরিজে নিজের অভিনয়ের মাধ্যমে অনেক আগেই দর্শকমনে জায়গা করে নিয়েছেন শ্যামল মাওলা। অন্যদিকে সিনেমা 'হাওয়া' এবং সিরিজ 'তাকদির'-এ অভিনয়ের মাধ্যমে
দর্শকের ভালোবাসায় ভাগ বসিয়েছেন সোহেল মণ্ডল। তাঁরা ছাড়াও এ প্রজন্মের অনেক অভিনয়শিল্পীই চরিত্রকে প্রাধান্য দিচ্ছেন অভিনয়ের ক্ষেত্রে। এ প্রসঙ্গে শ্যামল মাওলা বলেন, 'বিশ্ব যেদিকে চলছে আমরা চাইলেও তার উল্টো দিকে যেতে পারব না। যদি যাইও, তবে আমাদের ভবিষ্যৎ অন্ধকার। ফলে আজকের সময়ে গল্প, চরিত্র প্রাধান্য দেওয়া হচ্ছে, দর্শকও সেটি গ্রহণ করছেন। সে হিসেবে একজন অভিনেতা হওয়াই আমার মুখ্য উদ্দেশ্য।'
ইন্তেখাব দিনার বলেন, 'এখন সিক্সপ্যাক বডি, আকর্ষণীয় চেহারার চেয়ে দর্শক গল্প এবং অভিনয়ই বেশি দেখতে চান বলে চরিত্রাভিনেতারা অভিনয়ের মাধ্যমে নিজেদের জায়গা করে নিতে পারছেন। আমার কথাই ধরুন, গত কয়েক বছর জীবিকার তাগিদে একই ধাঁচের চরিত্রে দিনের পর দিন কাজ করেছি। অপেক্ষায় ছিলাম ভালো কাজের। ওটিটির কল্যাণে সে সুযোগ এসেছে। এখন কিন্তু আমার অভিনয়ই দর্শক টাকা খরচ করে ওটিটিতে দেখছেন।'
এফএস নাঈম বলেন, 'ওটিটির কল্যাণে অভিনয়শিল্পীদের কাজের ব্যস্ততা বাড়ছে, যার কারণে সবার মধ্যেই এখন ভালো কাজের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।' অন্যদিকে সোহেল মণ্ডল বললেন, ভালো কাজের মাধ্যমেই দর্শকের অন্তরে থাকা যায়।