অরিন্দমের ছবিতে প্রথমবারের মতো মিমি-পরম

ফাইল ছবি
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২০ | ০৫:২৪ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২০ | ০৬:৩৮
কলকাতার জনপ্রিয় নির্মাতা অরিন্দম শীলের পরবর্তী ছবিতে প্রথমবারের মতো জুটি বাঁধতে যাচ্ছেন সাংসদ মিমি চক্রবর্তী ও পরমব্রত চট্টোপাধ্যায়। ছবির নাম ‘খেলা যখন'।
মাঝখানে এই ছবির কাজ স্থগিত ছিল। অবশেষে ক্যামেলিয়া প্রোডাকশন হাউস থেকে 'খেলা যখন'-এর ঘোষণা করলেন পরিচালক অরিন্দম শীল। সেইসঙ্গে পরমব্রত চট্টোপাধ্যায়ও এই প্রথমবার কাজ করছেন অরিন্দম শীলের সঙ্গে।
সঙ্গীত পরিচালনার ভার বর্তেছে বিক্রম ঘোষের ওপর। এই প্রথমবার একেবারেই অন্যরকম চরিত্রে দেখা যাবে মিমিকে।
উত্তরবঙ্গ, কলকাতা আর বোলপুর মিলিয়েই হবে ছবির শুটিং। জানা গেছে, এপ্রিলের মাঝামাঝি শুটিং শুরু হওয়ার কথা 'খেলা যখন'-এর।